করোনা কোপে পিছিয়ে গিয়েছিল লঞ্চ, এবার ফাঁস হল Samsung Galaxy M11-এর স্পেসিফিকেশন

আসুন জেনে নেওয়া যাক এই ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন আর দাম সম্পর্কে...

Edited By: সুদীপ দে | Updated By: Mar 29, 2020, 11:29 AM IST
করোনা কোপে পিছিয়ে গিয়েছিল লঞ্চ, এবার ফাঁস হল Samsung Galaxy M11-এর স্পেসিফিকেশন

নিজস্ব প্রতিবেদন: করোনাভাইরাসের প্রকোপের ফলে পিছিয়ে গিয়েছে অনেক ফোনের লঞ্চের তারিখ। তার মধ্যে রয়েছে Samsung Galaxy M11। সম্ভবত আগামী মাসে অনলাইনে লঞ্চ করবে এই ফোন। তবে এখনও জানা যায়নি সঠিক তারিখ। লঞ্চ হওয়ার আগেই অনলাইন ব্লগে ফাঁস হয়েছে এই ফোনের স্পেসিফকেশন। মনে করা হচ্ছে আগামী মাসে ভারতেও এই ফোন লঞ্চ করতে পারে। আসুন জেনে নেওয়া যাক এই ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন আর দাম সম্পর্কে...

Samaung Galaxy M11 সম্ভাব্য স্পেসিফিকেশন আর দাম:

১) এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে।

২) ফোনের ভিতরে থাকতে পারে Snapdragon 450 চিপসেট।

৩) ৬.৪ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে এই ফোনে।

৪) ৩ জিবি RAM ও ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে।

আরও পড়ুন: কোথায় কোথায় ছড়িয়েছে করোনাভাইরাস, এবার জানিয়ে দেবে এই অ্যাপ

৫) এই ফোনের পিছনে থাকতে পারে তিনটি ক্যামেরা। ১৩ মেগাপিক্সেল + ৫ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা + ২ মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা। আর সামনে থাকতে পারে ৮ মেগাপিক্সেল ক্যামেরা।

৬) ৫০০০ mAh ব্যাটারি থাকতে পারে এই ফোনে।

৭) মনে করা হচ্ছে তিনটি রঙে পাওয়া যাবে এই ফোন। কালো, বেগুনি, নীল।

৮) মনে করা হচ্ছে ভারতে এই ফোনের দাম হতে পারে ৯,৯৯৯ টাকা।

.