চিন থেকে উঠে ভারতে খুলতে চলেছে স্যামসাংয়ের কারখানা
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে প্রায় ১০০০ জনের কাজের সুবিধা হবে।
নিজস্ব প্রতিবেদন: চিনের বদলে ভারতে বিনিয়োগে আগ্রহ বাড়ছে বিদেশি সংস্থার। চিন ছেড়ে ভারতের উত্তরপ্রদেশে বিনিয়োগ করতে চলেছে দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসং।
যোগীর রাজ্যের কাছে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে চুক্তিপত্র। জানা যাচ্ছে, স্যা্মসং তাঁদের মোবাইল ও ডিসপ্লে তৈরির কারখানা চিন থেকে সরিয়ে নিতে চায়। সেই কোম্পানি নয়ডায় চালু করার চূড়ান্তে সিদ্ধান্তে সংস্থা। স্যামসাং যোগী রাজ্যে কোম্পানি তৈরি করার জন্য প্রায় ৪ হাজার ৮২৫ কোটি টাকা বিনিয়োগ করেছে বলে খবর। যার ফলে রাজ্যে কর্মসংস্থানের সুযোগ অনেকটাই বাড়বে বলে মনে করা হচ্ছে।
অত্যাধুনিক মানের হতে চলেছে স্যামসাংয়ের নতুন ইউনিটটি। নয়ডার আগে এই ধরণের ইউনিট বিশ্বে ২ টি জায়গায় রয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে প্রায় ১০০০ জনের কাজের সুবিধা হবে।