ভারত ছাড়ার খবর 'গুজব' বলে উড়িয়ে দিল ভোডাফোন

সাময়িক ভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে ভোডাফোন।

Updated By: Nov 1, 2019, 10:48 AM IST
ভারত ছাড়ার খবর 'গুজব' বলে উড়িয়ে দিল ভোডাফোন

নিজস্ব প্রতিবেদন : এক সংবাদ সংস্থা দাবি করেছিল, ভোডাফোন আর থাকবে না। ব্যবসা গুটিয়ে ভারত থেকে পাততাড়ি গুটিয়ে যে কোনও দিন চলে যাবে জনপ্রিয় টেলিকম সংস্থা ভোডাফোন। খবরটিকে 'গুজব' বলে উড়িয়ে দিল ভোডাফোন। ভোডাফোন জানিয়েছে, এমন কোনও পরিকল্পনা তাদের নেই।

 

একটি সংবাদ সংস্থা দাবি করে, ভারত থেকে ব্যবসা গুটিয়ে চলে যেতে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে ভোডাফোন। সেখানে বলা হয়েছে, গত কয়েক মাস ধরে প্রতিযোগিতার বাজারে মন্দা চলছে ভোডাফোনের। অল্প সময়ের মধ্যে অনেক গ্রাহককেই তারা হারিয়েছে। একই অবস্থা ভোডাফোনের পার্টনার সংস্থা আইডিয়ারও। তারাও কয়েক লাখ গ্রাহক হারিয়েছে গত কয়েক মাসে। সূত্রের খবর, দুই সংস্থাই লাভের মুখ দেখেনি দীর্ঘদিন। এই অবস্থায় তাদের পক্ষে আর ব্যবসা চালিয়ে যাওয়া সম্ভব নয়।  

আরও পড়ুন - খুব শীঘ্রই ভারতে চালু হবে Whatsapp Pay! জানালেন মার্ক জুকারবার্গ

এই বিষয়টি পুরোপুরি মিথ্যে বলে দাবি করেছে ভোডাফোন। বিষয়টি গুজব বলে উড়িয়ে দিয়ে বুধবার ভোডাফোন একটি বিবৃতি জারি করে জানিয়েছে, হ্যাঁ, তারা সাময়িক ভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে ঠিকই, তবে তার জন্য ঋণ কমানোর কোনও আবেদন কারও কাছে তারা করেনি।

 

.