ভোডাফোনের স্মার্ট হ্যান্ডসেট, ৮ মেগাপিক্সেল ক্যামেরা সঙ্গে অ্যান্ড্রয়েড সিক্স

রিলায়েন্স নিয়ে এসেছিল অনেক আগেই। এবার মোবাইল নেটওয়ার্ক সংস্থা ভোডাফোন বাজারে নিয়ে এল তাঁদের নিজস্ব ব্র্যান্ডের স্মার্ট ফোন। অর্থাৎ ভোডাফোনের স্মার্ট হ্যান্ডসেটে ভোডাফোনের  নেটওয়ার্ক। এককথায় হ্যাণ্ডসেট ও নেটওয়ার্কের যুগলবন্দী।

Updated By: May 12, 2016, 06:09 PM IST
ভোডাফোনের স্মার্ট হ্যান্ডসেট, ৮ মেগাপিক্সেল ক্যামেরা সঙ্গে অ্যান্ড্রয়েড সিক্স

ওয়েব ডেস্ক: রিলায়েন্স নিয়ে এসেছিল অনেক আগেই। এবার মোবাইল নেটওয়ার্ক সংস্থা ভোডাফোন বাজারে নিয়ে এল তাঁদের নিজস্ব ব্র্যান্ডের স্মার্ট ফোন। অর্থাৎ ভোডাফোনের স্মার্ট হ্যান্ডসেটে ভোডাফোনের  নেটওয়ার্ক। এককথায় হ্যাণ্ডসেট ও নেটওয়ার্কের যুগলবন্দী।

দ্য স্মার্ট প্রাইম সেভেনের, ফ্রন্ট ও ব্যাক সাইড ক্যামেরায় মন মজেছে অনেকেরই। সেলফি ক্যামেরা ৫ মেগাপিক্সেল, ব্যাক ক্যামেরা ৮ মেগাপিক্সেল, প্রসেসর অ্যান্ড্রয়েড সিক্স। তবে বিশেষজ্ঞরা একেবারেই নম্বর দিচ্ছেন না এই স্মার্ট ফোনকে, কারণ, মেমরি একেবারেই কম। ১ জিবি RAM আর ৮ জিবি পর্যন্ত মেমরি সাপোর্ট, যা বর্তমান সময়ে যৎ সামান্য বললেও কম বলা হয়। প্রসেসর রয়েছে ১.৩ GHz Quad Core। তবে  এই ফোনের আউটলুকে রয়েছে আভিজাত্যের ছোয়া। প্লাস্টিক বডিতে কালো ও সিলভার এবং সাদা ও গোল্ডেন কম্বিনেশনে মার্কিন মুলুকে লঞ্চ হল এই ভোডাফোন স্মার্ট হ্যান্ডসেট দ্য স্মার্ট প্রাইম সেভেন। ভারতীয় মুদ্রায় এর দাম পড়বে আনুমানিক ৫৬৯৬.৬৪ টাকা (৭৫ ইউরো)।

 

.