এই ফোনগুলিতে আর পাবেন না হোয়াটস অ্যাপ
হোয়াটস অ্যাপ ব্যবহারকারীদের জন্য খারাপ খবর। বেশ কিছু স্মার্টফোনে এই বছরের শেষের দিকে আর ব্যবহার করতে পারবেন না জনপ্রিয় এই মেসেজিং সাইটটি। বিভিন্ন স্মার্টফোনে আলাদা আলাদা অপারেটিং সিস্টেম থাকে। এই বছরের শেষের দিকে সেই সব অপারেটিং সিস্টেমের সঙ্গে হোয়াটস অ্যাপের উপযোগিতা শেষ হচ্ছে।
ওয়েব ডেস্ক: হোয়াটস অ্যাপ ব্যবহারকারীদের জন্য খারাপ খবর। বেশ কিছু স্মার্টফোনে এই বছরের শেষের দিকে আর ব্যবহার করতে পারবেন না জনপ্রিয় এই মেসেজিং সাইটটি। বিভিন্ন স্মার্টফোনে আলাদা আলাদা অপারেটিং সিস্টেম থাকে। এই বছরের শেষের দিকে সেই সব অপারেটিং সিস্টেমের সঙ্গে হোয়াটস অ্যাপের উপযোগিতা শেষ হচ্ছে।
আরও পড়ুন জানুন কোন কোন বিমানে স্যামসঙ গ্যালাক্সি নোট ৭ নিষিদ্ধ
নিচের তালিকায় দেখে নিন কোন কোন অপারেটিং সিস্টেমের সঙ্গে সংযোগ স্থাপন শেষ করছে হোয়াটস অ্যাপ-
১) ব্ল্যাকবেরী OS এবং ব্ল্যাকবেরী 10
২) নোকিয়া S40
আরও পড়ুন জানুন কীভাবে হোয়াটস অ্যাপ ব্যবহারের সময়ে ডেটা বাঁচাবেন
৩) নোকিয়া সিম্বিয়ান S60
৪) অ্যান্ড্রয়েড 2.1 এবং অ্যান্ড্রয়েড 2.2
৫) উইন্ডোজ ফোন 7.1
৬) আইফোন 3GS/iOS 6