বর্ষবরণের উচ্ছ্বাসে হোয়াটসঅ্যাপ বিভ্রাট গোটা বিশ্বে
ভারতে প্রায় ২০ কোটি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী বর্ষবরনের রাতে এই যান্ত্রিক বিভ্রাটের সম্মুখীন হয় বলে এনডিটিভি-র খবর।
নিজস্ব প্রতিবেদন: পুরনো বর্ষ বিদায়ের অন্তিম লগ্ন থেকে নববর্ষ বরণের কয়েক মুহূর্তে হোয়াটসঅ্যাপ যেভাবে 'অকেজো' হয়ে গিয়েছিল তাতে অনেকের মনেই শঙ্কা তৈরি হয়েছিলে, ২০১৭ সালের মতই হয়ত জীবন থেকে একেবারে বিদায় নিল বিশ্বের দ্বিতীয় প্রচলিত এবং ব্যবহৃত বার্তা বাহক! ভারতে প্রায় ২০ কোটি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী বর্ষবরনের রাতে এই যান্ত্রিক বিভ্রাটের সম্মুখীন হয় বলে এনডিটিভি-র খবর। ভারত ছাড়াও বিশ্বের প্রযুক্তি উন্নত দেশগুলিতেও একই সমস্যা দেখা দেয় বলে জানা গিয়েছে। যদিও মার্ক জুকেরবার্গের সংস্থা হোয়াটসঅ্যাপ বিভ্রাট নিয়ে সরকারি কোনও বিবৃতি দেয়নি।
Lol!! WhatsApp service outage.. pic.twitter.com/hNPYfWDmIB
— Tuhin Pal (@tuhinpal10) December 31, 2017
মেট্রো ইউকে-র দাবি অনুযায়ী ভারত ছাড়াও ব্রিটেন, স্পেন, মালয়েশিয়া, ব্রাজিল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে হোয়াটসঅ্যাপ বিভ্রাটের কারণে সাময়িক সমস্যার সম্মুখীন হতে হয় উৎসব কাতর জনতাকে। হোয়াটসঅ্যাপ বিভ্রাটে সবথেকে বেশি সমস্যায় পড়ে ইংল্যান্ড এবং জার্মানি। যদিও হোয়াটসঅ্যাপ চটজলদি এই সমস্যার সমাধানও করে দেয়।
WhatsApp outage epicentre is London but huge in India and spreading globally. Hitting Joburg and Cape Town now. How will we be able to tell our loved ones it's 2018??? pic.twitter.com/slDo1RDjrw
— Arthur Goldstuck (@art2gee) December 31, 2017
WhatsApp rings in the new year with global outage https://t.co/btrXX4Q6c9 pic.twitter.com/6d4vxAPTFP
— Richard R Learn (@Rich_Learn) December 31, 2017