WhatsApp stop working: ১ জানুয়ারী থেকে বন্ধ হচ্ছে WhatsApp! iPhone-এও চলবে না এই অ্যাপ...

Android smartphones: নতুন বছরের প্রথম দিন থেকেই মেটার এই জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি ২০টিরও বেশি স্মার্টফোনে আর চলবে না। তালিকায় রয়েছে স্যামসাং, মটোরোলা, এইচটিসি, এলজি এবং সনির একাধিক সংস্থার স্মার্টফোন।

Updated By: Dec 24, 2024, 12:44 PM IST
WhatsApp stop working: ১ জানুয়ারী থেকে বন্ধ হচ্ছে WhatsApp! iPhone-এও চলবে না এই অ্যাপ...
ফাইল ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নতুন বছরেই লক্ষ লক্ষ ইউজারের মাথায় আকাশ ভেঙে পড়ছে। কারণ বন্ধ হতে চলেছে হোয়াটসঅ্য়াপ (WhatsApp)। কারণ ১ জানুয়ারি ২০২৫ থেকে হোয়াটসঅ্যাপে এক দশকের পুরনো অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে কাজ করা বন্ধ হয়ে যাবে ৷ এমনকী iPhone 5s, iPhone 6 এবং iPhone 6 Plus-এর মতো পুরনো মডেলগুলিতে হোয়াটসঅ্যাপ পরিষেবা। 

আরও পড়ুন, Vodafone Idea: 'মানুষ 4G-5G নিয়ে ভাবিত নন', শহরে জুড়ছে আরও ৯ স্টোর, আন্তর্জাতিক স্বীকৃতি পেল Vi

হোয়াটসঅ্যাপ বিশ্বের সবচেয়ে ব্যবহৃত ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ। আগামী ১ জানুয়ারি থেকে অনেকগুলো অ্যান্ড্রয়েড স্মার্টফোনে কাজ করা বন্ধ করতে চলেছে। নতুন বছরের প্রথম দিন থেকেই মেটার এই জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি ২০টিরও বেশি স্মার্টফোনে আর চলবে না। তালিকায় রয়েছে স্যামসাং, মটোরোলা, এইচটিসি, এলজি এবং সনির একাধিক সংস্থার স্মার্টফোন।

আরও পড়ুন, Indian Industrial News: জার্মান জায়ান্টের সঙ্গে জুড়ল কলকাতার সংস্থা, ১০০০ কোটির টার্গেটে এবার হবে বিশাল...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.