যে কারণে কি-বোর্ডে A,B,C...X,Y,Z পাশাপাশি থাকে না

কম্পিউটার থেকে ল্যাপটপ, কোথাওই ইংরেজি বর্ণমালার লেটারগুলি কি-বোর্ডে পাশাপাশি থাকে না। সেই আদ্যিকালের টাইপরাইটারের মত ছড়ানো ছিটানো। লেখার সময় বেশ খুঁজে পেতে নিতে হয় লেটারগুলিকে। কিন্তু, কেন? কী কারণে এমন কি-বোর্ডে এভাবে রাখা হয় লেটারগুলি... জানেন?

Updated By: May 20, 2016, 05:33 PM IST
যে কারণে কি-বোর্ডে A,B,C...X,Y,Z পাশাপাশি থাকে না

ওয়েব ডেস্ক : কম্পিউটার থেকে ল্যাপটপ, কোথাওই ইংরেজি বর্ণমালার লেটারগুলি কি-বোর্ডে পাশাপাশি থাকে না। সেই আদ্যিকালের টাইপরাইটারের মত ছড়ানো ছিটানো। লেখার সময় বেশ খুঁজে পেতে নিতে হয় লেটারগুলিকে। কিন্তু, কেন? কী কারণে এমন কি-বোর্ডে এভাবে রাখা হয় লেটারগুলি... জানেন?

এর আসল কারণ হল QWERTY। এটি হল প্রথম কমার্শিয়াল টাইপরাইটারের লে-আউট। ক্রিস্টোফার শোলেস ১৮৭৪ সালে এই লে-আউটটি তৈরি করেন। এর নাম দেওয়া হয়েছিল 'Remmington Number 1'। কিন্তু কাজ করতে গিয়ে তিনি দেখেন, লেটারের বাটনগুলো হয় আটকে যাচ্ছে। নয়তো একটা আরেকটার সঙ্গে ধাক্কা খাচ্ছে। যার ফলে টাইপ করার সময় মিস হয়ে যাচ্ছে লেটার। এখন টাইপরাইটারে কোনও 'ব্যাকস্পেস' বাটন নেই। ফলে সমস্যা! এই সমস্যা দূর করতেই,  কমন লেটারগুলিকে পরস্পরের থেকে দূরে রাখা হয়। যাতে টাইপ করার সময় কোনও বাটন আটকে না যায়। আর তাতে কাজও হয়। পরে আধুনিক কম্পিউটারেও সেই একই লজিকই ফলো করা হয়।

.