'লাস্ট সিন', 'ব্লু টিক' বন্ধ থাকলেও জানা যাবে Whatsapp কনট্যাক্টের গতিবিধি, জেনে নিন কী করে

লাস্ট সিন বা ব্লু টিক বন্ধ থাকলেও জানা যাবে কখন শেষ অনলাইন হয়েছিলেন ওই ব্যক্তি। এমনকী সাধারণত তিনি রাতে কখন ঘুমাতে যান তাও বলে দেবে এই অ্যাপ। কোনও কনট্যাক্টে নজরদারি শুরুর ২৪ ঘণ্টা পর থেকে জানা যাবে যাবতীয় তথ্য। 

Updated By: Jun 15, 2018, 06:22 PM IST
'লাস্ট সিন', 'ব্লু টিক' বন্ধ থাকলেও জানা যাবে Whatsapp কনট্যাক্টের গতিবিধি, জেনে নিন কী করে

নিজস্ব প্রতিবেদন: প্রিয়জনের ওপর নজরদারি চালাতে মোক্ষম উপায় হল হোয়াটসঅ্যাপ। লাস্ট সিন দেখে সহজেই অনুমান করা যায় কতটা সত্যি বলছে কলেজ পড়ুয়া ছেলে বা প্রবাসী বর। নজরদারি এড়াতে তাই অনেকেই বন্ধ করে রাখেন লাস্ট সিন বা ব্লু টিক-এর মতো ফিচারগুলি। এ নিয়ে গৃহযুদ্ধও বিরল নয়। আপনিও যদি এই সমস্যার শিকার হন তবে রয়েছে উপায়। যাতে লাস্ট সিন বা ব্লু টিক বন্ধ থাকলেও জানা যাবে হোয়াটসঅ্যাপে কোনও ব্যক্তির গতিবিধি। 

বাজারে রয়েছে একটি নজরদারি অ্যাপ। চ্যাটওয়াচ (Chatwatch) নামে এই অ্যাপ দিয়ে আপনি সহজেই নজরদারি চালাতে পারবেন যে কোনও কনট্যাক্টে। লাস্ট সিন বা ব্লু টিক বন্ধ থাকলেও জানা যাবে কখন শেষ অনলাইন হয়েছিলেন ওই ব্যক্তি। এমনকী সাধারণত তিনি রাতে কখন ঘুমাতে যান তাও বলে দেবে এই অ্যাপ। কোনও কনট্যাক্টে নজরদারি শুরুর ২৪ ঘণ্টা পর থেকে জানা যাবে যাবতীয় তথ্য। 

বিশ্বকাপের জ্বর! গ্রাহকদের জন্য সুখবর আনল এয়ারটেল

তবে সমস্যা একটাই, শুধুমাত্র iOs-এ কাজ করে এই অ্যাপ। তাছাড়া অ্যাপটি কিনতে কম করে ২ মার্কিন ডলার খরচ করতেই হবে আপনাকে।  

.