সোনালী জুতোর স্বর্ণালী যুদ্ধ তুঙ্গে
টপ গিয়ারে চলছে বিশ্বকাপে গোল্ডেন বুটের লড়াই। বিশ্বকাপে চার গোল করে মেসি, নেইমারকে ছুঁয়ে ফেললেন জার্মানির থমাস মুলার। ইউএসএ-র বিরুদ্ধে গোল করে বিশ্বকাপে চার নম্বর গোলটি করলেন তিনি। মেসি, নেইমার, মুলারের ঘাড়ে নিশ্বাস ফেলছেন আর্জেন রবেন ও রবিন ভ্যান পার্সিও।
টপ গিয়ারে চলছে বিশ্বকাপে গোল্ডেন বুটের লড়াই। বিশ্বকাপে চার গোল করে মেসি, নেইমারকে ছুঁয়ে ফেললেন জার্মানির থমাস মুলার। ইউএসএ-র বিরুদ্ধে গোল করে বিশ্বকাপে চার নম্বর গোলটি করলেন তিনি। মেসি, নেইমার, মুলারের ঘাড়ে নিশ্বাস ফেলছেন আর্জেন রবেন ও রবিন ভ্যান পার্সিও।
বিশ্বকাপে একদিকে নকআউটে পৌছে গেছে ষোলটি দল। অন্যদিকে জমে উঠেছে গোল্ডেন বুটের লড়াই। আর এই লড়াই জমিয়ে দিলেন জার্মানির থমাস মুলার। বৃহস্পতিবার তাঁর গোলেই ইউএসএ-র বিরুদ্ধে জয় পায় জার্মানি। এই গোলের পর বিশ্বকাপে চারটি গোল করা হয়ে গেল মুলারের। বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকায় মেসি, নেইমারের সঙ্গে শীর্ষে চলে এলেন মুলার। তিন ম্যাচে চার গোল করেছেন মেসি, নেইমার দুজনেই। গোল্ডেন বুট পাওয়ার দৌড়ে পিছিয়ে নেই অন্যান্য ফুটবলাররাও। এরই মধ্যে অন্যতম হলেন নেদারল্যান্ডসের আর্জেন রবেন এবং রবিন ভ্যান পার্সি। বিশ্বকাপে দুজনেরই রয়েছে তিনটি করে গোল। বিশ্বকাপে তিন ম্যাচে তিনটি করে গোল করা হয়ে গেছে ফ্রান্সের করিম বেঞ্জিমা, নাইজেরিয়ার এনার ভ্যালেন্সিয়া এবং সুইজারল্যান্ডের শাকিরির। গ্রুপ লিগের ম্যাচে হন্ডুরাসের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন শাকিরি। ডার্ক হর্স হিসাবে এবার গোল্ডেন বুট জিততে পারেন কলম্বিয়ার জেমস রড্রিগেজও। তিন ম্যাচে তিন গোল করেছেন তিনি। গোল্ডেন বুট পাওয়ার দৌড়ে তারকাদের ধুন্ধুমার লড়াইয়ে আরও চোখধাঁধানো গোল দেখার অপেক্ষায় গোটা বিশ্ব।