আরও দু'বার কেঁপে উঠল অশান্ত নেপাল, মৃতের সংখ্যা ছুঁল ৮,৪১৩

এখনও শান্ত হয়নি নেপাল। শুক্রবারও দু'বার কেঁপে উঠল নেপালের মাটি। এ দিন রাত ২টো ১৯ মিনিটে অনুভূত হয় প্রথম কম্পন। রিখটর স্কেলে মাত্রা ছিল ৪। কম্পনের উত্পত্তিস্থল ছিল সিন্ধুপালচক জেলা। এরপরের কম্পন অনভূত হয় সকাল ৬টা ১৭ নাগাদ। দোলাখা উত্পত্তিস্থলের এই কম্পনের মাত্রা ছিল ৫। গত ২৫ এপ্রিলের পর থেকে এই নিয়ে বহুবার কেঁপে উঠেছে নেপাল। যার মধ্যে ১৫০ বার কম্পনের মাত্রা ছিল ৪।

Updated By: May 8, 2015, 12:09 PM IST
আরও দু'বার কেঁপে উঠল অশান্ত নেপাল, মৃতের সংখ্যা ছুঁল ৮,৪১৩

ওয়েব ডেস্ক: এখনও শান্ত হয়নি নেপাল। শুক্রবারও দু'বার কেঁপে উঠল নেপালের মাটি। এ দিন রাত ২টো ১৯ মিনিটে অনুভূত হয় প্রথম কম্পন। রিখটর স্কেলে মাত্রা ছিল ৪। কম্পনের উত্পত্তিস্থল ছিল সিন্ধুপালচক জেলা। এরপরের কম্পন অনভূত হয় সকাল ৬টা ১৭ নাগাদ। দোলাখা উত্পত্তিস্থলের এই কম্পনের মাত্রা ছিল ৫। গত ২৫ এপ্রিলের পর থেকে এই নিয়ে বহুবার কেঁপে উঠেছে নেপাল। যার মধ্যে ১৫০ বার কম্পনের মাত্রা ছিল ৪।

মৃতের সংখ্যা ছুঁয়েছে ৮,৪১৩। আহত ছাড়িয়েছে ১৬,৩৯০। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সিন্ধুপালচক জেলা। এই জেলায় ৩০০০ মানুষের মৃত্যু হয়েছে। কাঠমাণ্ডুতে মৃত্যু হয়েছে ১,২০৯ মানুষের। তবে নেপালের সেনার সঙ্গে ভারতীয় দূতাবাস সহযোগিতা করছে না এই রিপোর্ট উড়িয়ে দিয়ে ভারতীয় দূতাবাসের মুখপাত্র বলেন, "উদ্ধারকাজ ও ত্রাণের ব্যাপারে নেপালের সেনার সঙ্গে পুরোমাত্রায় সহযোগিতা করছে ভারতীয় দূতাবাস। প্রতিটি বিমানের সঙ্গে নেপাল সেনার একজন লিসিয়ান অফিসার থাকেন। নেপাল সেনার সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করছে ভারতীয় বায়ুসেনার প্রতিটা বিমান। ভারতীয় হেলিকপ্টার থেকে বিভিন্ন দেশের ত্রাণ তুলে দেওয়া হচ্ছে নেপাল সেনার হাতে। "

 

.