উষ্ণতম বছরের রেকর্ড গড়ল 2015, জানাল নাসা

গরম থেকে আরও গরম হচ্ছে বিশ্বে। গরমে হাঁসফাস অবস্থা পৃথিবীর।  এত গরম এর আগে কখনও দেখেনি এই ভূবন। নাসা জানাল, ১৮৮০ সাল থেকে পৃথিবীর বছরভিত্তিক তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। সেই রেকর্ডই বলে দিচ্ছে, ২০১৫ ছিল উষ্ণতম বছর। এর আগে অবশ্য ২০১০-এ পৃথিবী জুড়ে প্রচণ্ড গরম পড়েছিল। সেই রেকর্ডও ভেঙে দিয়েছে ২০১৪। এবার সেই রেকর্ড ভাঙল ২০১৫।

Updated By: Jan 21, 2016, 09:33 AM IST
উষ্ণতম বছরের রেকর্ড গড়ল 2015, জানাল নাসা

ওয়েব ডেস্ক: গরম থেকে আরও গরম হচ্ছে বিশ্বে। গরমে হাঁসফাস অবস্থা পৃথিবীর।  এত গরম এর আগে কখনও দেখেনি এই ভূবন। নাসা জানাল, ১৮৮০ সাল থেকে পৃথিবীর বছরভিত্তিক তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। সেই রেকর্ডই বলে দিচ্ছে, ২০১৫ ছিল উষ্ণতম বছর। এর আগে অবশ্য ২০১০-এ পৃথিবী জুড়ে প্রচণ্ড গরম পড়েছিল। সেই রেকর্ডও ভেঙে দিয়েছে ২০১৪। এবার সেই রেকর্ড ভাঙল ২০১৫।

১৩৬ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ বছর ছিল ক দিন আগে শেষ হওয়া ২০১৫। এমনটাই জানাল নাসা। ন্যাশনাল ওসিয়ানিক অ্যাটমোসিফিয়ার ও নাসার রেকর্ড অনুযায়ী ২০১৫ সালে বিশ্বের গড় তাপমাত্রা ছিল ১৪.৭৯ ডিগ্রি সেলসিয়াস (৫৮.৬২ ডিগ্রি ফারেনহাইট)। যা ২০১৪ সালের চেয়ে রেকর্ড প্রায় ০.২৯ ডিগ্রি ফারেনহাইট বেশি।

এক বিংশ শতাব্দির গড় তাপমাত্রার থেকে ১.৬২ ফারেনহাইট বেশি উষ্ণ ছিল ২০১৫। প্রসঙ্গত, ২০১৪ সালকে সবচেয়ে উষ্ণতম বলেছিল নাসা। ১১ বছরের মধ্যে এই নিয়ে চতুর্থবার পৃথিবীর তাপমাত্রা ভাঙার রেকর্ড হল। এই উষ্ণতম বছরের পিছনে বিজ্ঞানীরা মূলত দুটি কারণকে দায়ি করছেন। ১) গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন, ২) এল নিনো।     

.