ইরানে ট্রেন দুর্ঘটনায় মৃত ৩১
ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ইরানে মৃত্যু হল ৩১ জনের। আহত শতাধিক। তাদের চিকিত্সা চলছে হাসপাতালে। চলছে উদ্ধারকাজ।
![ইরানে ট্রেন দুর্ঘটনায় মৃত ৩১ ইরানে ট্রেন দুর্ঘটনায় মৃত ৩১](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/11/25/71315-irantrainaccident.jpg)
ওয়েব ডেস্ক : ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ইরানে মৃত্যু হল ৩১ জনের। আহত শতাধিক। তাদের চিকিত্সা চলছে হাসপাতালে। চলছে উদ্ধারকাজ।
জানা গেছে, আজ সকালে তেহেরানের একটি স্টেশনে ইন্টারসিটি এক্সপ্রেস দাঁড়ানো মাত্রই সিগন্যালের ত্রুটির জন্য তাতে ধাক্কা মারে অপর একটি ট্রেন। ধুমড়ে যায় ইন্টারসিটি এক্সপ্রেসের কয়েকটি কামরা।
খবর পেয়ে সেখানে এসে এখনও পর্যন্ত ৩১ জনের মৃতদেহ উদ্ধার করেছে উদ্ধারকারী দল। উদ্ধার করা হয়েছে ১০০-র বেশি আহত যাত্রীকে। তাদের চিকিত্সার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। সরকারি তরফে জানানো হয়েছে মৃতের সংখ্যা বাড়তে পারে।