আচমকাই ভেঙে পড়ল ৪৬০ ফুটের সেতু, ভিডিয়ো দেখে শিহরিত নেটিজেনরা
সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভেঙে পড়ার সময় সেতুর খুব কাছ দিয়ে একটি বোট যাচ্ছিল। সেতুটি ভেঙে পড়ার পর তাইওয়ানের ইস্ট-কোস্টে প্রবল জলোচ্ছ্বাস তৈরি হয়
নিজস্ব প্রতিবেদন: দীর্ঘ প্রায় ৪৬০ ফুট। মঙ্গলবার আচমকাই ভেঙে পড়ল তাইওয়ানের ন্যানফাংগাও সেতু। সেই সন্ধিক্ষণ ক্যামেরায় ধরা পড়ায় শিউরে উঠেছেন নেটিজেনরা। ভেঙে পড়ার কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১২ জন।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভেঙে পড়ার সময় সেতুর খুব কাছ দিয়ে একটি বোট যাচ্ছিল। সেতুটি ভেঙে পড়ার পর তাইওয়ানের ইস্ট-কোস্টে প্রবল জলোচ্ছ্বাস তৈরি হয়। তাইওয়ানের দমকল মন্ত্রকের তরফে জানানো হয়, আহত ১২ জনের মধ্যে ৬ জন ফিলিপিন্স ও ৬ জন ইন্দোনেশিয়ার মত্স্যজীবী রয়েছেন।
JUST IN: A bridge in Yilan county, China's #Taiwan, collapsed on Tue, injuring at least 14 people pic.twitter.com/qRKoI6ZiIX
— People's Daily, China (@PDChina) October 1, 2019
Here's the moment the bridge collapsed.
Handout video via Coastguard pic.twitter.com/WT2c8V7ivV
— Jerome Taylor (@JeromeTaylor) October 1, 2019
আরও পড়ুন- ফিদায়েঁ হামলার আশঙ্কা, আচমকাই পঞ্জাব-কাশ্মীরের বায়ুসেনা ঘাঁটিগুলিতে জারি সতর্কতা
সূত্রের খবর, ধ্বংসাবশেষে নীচে আটকে রয়েছেন বেশ কিছু পর্যটকও। যুদ্ধকালীন তত্পরতায় চলছে উদ্ধারকাজ। সাহায্য নেওয়া হচ্ছে নির্মাণ শিল্পের বিশেষজ্ঞদের। জানা যাচ্ছে, সেতু দুর্ঘটনায় বড়সড় বিপর্যয়ের মুখে একটি তেল ট্যাঙ্কের। ১৯৯৯ সালে তৈরি হয় ওই সেতুটি। বিপর্যয়ের প্রাথমিক অনুমান, টানা কয়েক দিন ধরে বৃষ্টি ও ঝড়ে দুর্বল করে তোলে ন্যানফাংগাও সেতুকে।