৮টি মাছ ধরার নৌকা সহ ৫৮ জন ভারতীয় মৎস্যজীবীকে আটক করল পাকিস্তান
আরব সাগরে গুজরাত উপকূলের জাখাউ পোস্টের কাছ থেকে ৮টি মাছ ধরার নৌকা সহ ৪৮ জন ভারতীয় মৎসজীবীকে আটক করল পাকিস্তান মেরিটাইম সিকিউরিটি এজেন্সি (এমএসএ)। আজ ন্যাশনল ফিশওয়ারকার্স ফোরাম (এনএফএফ) সূত্রে এই খবর জানা গেছে।
আহমেদাবাদ: আরব সাগরে গুজরাত উপকূলের জাখাউ পোস্টের কাছ থেকে ৮টি মাছ ধরার নৌকা সহ ৪৮ জন ভারতীয় মৎসজীবীকে আটক করল পাকিস্তান মেরিটাইম সিকিউরিটি এজেন্সি (এমএসএ)। আজ ন্যাশনল ফিশওয়ারকার্স ফোরাম (এনএফএফ) সূত্রে এই খবর জানা গেছে।
এনএফএফ-এর দাবি এই মৎস্যজীবীদের ভারতীয় জলসীমা থেকে করাচির দিকে যেতে বাধ্য করার জন্য আকাশপথে বেশ কয়েক রাউন্ড গুলি চালায় পাকিস্তানি এজেন্সি গার্ড।
এনএফএফ-এর তরফ থেকে জানানো হয়েছে যে মৎস্যজীবীরা কোনও রকমে ফিরে আসতে সক্ষম হয়েছেন তাঁদের কাছ থেকেই এই তথ্য পাওয়া গেছে।
পোরবন্দর ও ভেরাভালের এই মৎস্যজীবীদের এই মুহূর্তে করাচির জেলে বন্দী করে রাখা হয়েছে।
গত বছর ডিসেম্বরে আন্তর্জাতিক নৌ সীমান্তের কাছে এই জাখাউ পোস্টে থেকেই ১১টি মাছ ধরার নৌকা সহ ৫৮ জন ভারতীয় মৎস্যজীবীকে আটক করেছিল পাকিস্তান।
এ বছর জানুয়ারি মাসেও ১২জন ভারতীয় মৎস্যজীবীকে আটক করে তারা।