বুরহানুদ্দিন রব্বানির ঘাতক `পাকিস্তানি`

আফগানিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট বুরহানুদ্দিন রব্বানিকে খুন করেছে এক পাকিস্তানি । এক বিবৃতিতে একথা জানিয়েছেন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই। প্রাথমিক তদন্ত রিপোর্ট অনুযায়ী,রব্বানিকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল বালুচিস্তানের কোয়েটা শহরে ।

Updated By: Oct 2, 2011, 09:50 PM IST

আফগানিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট বুরহানুদ্দিন রব্বানিকে খুন করেছে এক পাকিস্তানি । এক বিবৃতিতে
একথা জানিয়েছেন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই। প্রাথমিক তদন্ত রিপোর্ট অনুযায়ী,রব্বানিকে
হত্যার পরিকল্পনা করা হয়েছিল বালুচিস্তানের কোয়েটা শহরে । গত ২০ সেপ্টেম্বর নিজের কাবুলের বাসভবনে আত্মঘাতী বিস্ফোরণে নিহত হয়েছেন বুরাহনুদ্দিন রব্বানি ।
২ তালিবান জঙ্গি তাঁর সঙ্গে বৈঠক করতে
এসেছিল । তারাই ওই বিস্ফোরণ ঘটায় ।প্রয়াত বুরহানুদ্দিন রব্বানিই তালিবানের সঙ্গে দৌত্য চালাচ্ছিলেন । আফগান গোয়েন্দারা মনে করছেন,রব্বানির হত্যাকাণ্ডে নেপথ্যে বিদেশি হাত
রয়েছে । তাদের সন্দেহ মূলত
পাকিস্তানের হাক্কানি নেটওয়ার্ককেই । বুরহানুদ্দিন রব্বানির হত্যাকাণ্ডের জেরেই তালিবানের সঙ্গি শান্তি
আলোচনার বন্ধ করে দিয়েছেন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই। আফগানিস্তানে পাক গোয়েন্দাদের
কার্যকলাপের প্রতিবাদে রবিবার কাবুলে বিক্ষোভ দেখানো হয়। বহু মানুষ তাতে যোগ দেন। তাঁদের অভিযোগ
আফগানিস্তানে অস্থিরতা ছড়ানোর চেষ্টা করছে পাকিস্তান ।

.