Afghanistan: হাতে নেই কাজ-খাবার, পরিবার বাঁচাতে ৯ বছরের কন্যাকে বিক্রি করে দিতে বাধ্য হল বাবা

পরওয়ানা ও মাগুলের মতো আফগানিস্থানের আরও অনেক কিশোরীর ভবিষ্যত এখন অন্ধকারে

Updated By: Nov 2, 2021, 02:29 PM IST
Afghanistan: হাতে নেই কাজ-খাবার, পরিবার বাঁচাতে ৯ বছরের কন্যাকে বিক্রি করে দিতে বাধ্য হল বাবা

নিজস্ব প্রতিবেদন: আফগানিস্থানে তালিবান ক্ষমতায় আসার পর ক্রমশ প্রকাশ্যে আসছে দেশের আর্থিক অবস্থা। পরিস্থিতির চাপে পড়ে দেশে কিশোরী মেয়েদের 'বিক্রি' করে দেওয়ার ঘটনাও সামনে আসছে। পরিবারের খরচ চালাতে গিয়ে অনেকেই টাকার বিনিময়ে নিজেদের কিশোরী মেয়ের বিয়ে দিয়ে দিচ্ছেন বয়স্ক পুরুষের সঙ্গে।

সম্প্রতি এমনই এক ঘটনা সামনে এসেছে। তালিবান দেশের ক্ষমতা দখলের পর দেশের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বিশৃঙ্খলা। এমনই একটি প্রদেশ হল বাদঘি। সেখানেই এক উদ্বাস্তু শিবিরে আশ্রয় নিয়েছিলেন আব্দুল মালিক। দারিদ্রের চাপে তিনি তাঁর ৯ বছরের মেয়ে পরওয়ানা মালিককে বিক্রি করে দিয়েছেন ৫৫ বছরের কোরবান মালিককে। তালিবান দেশের ক্ষমতা দখলের পর থেকেই ওই উদ্বাস্তু শিবিরে আশ্রয় নেন আব্দুল মালিক। শেষ পর্যন্ত ভেঙে পড়েন দারিদ্রের কাছে। এমনটাই দাবি করেছে সিএনএন।

আরও পড়ুন-IPL 2022: CSK-এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছেন  Mahendra Singh Dhoni, কিন্তু কেন?   

সিএনএনকে পরওয়ানার বাবা আব্দুল মালিক জানিয়েছেন, কয়েক মাস আগেই তিনি তার ১২ বছরের এক মেয়েকে বিক্রি করে দিয়েছেন। আট জনের পরিবারকে বাঁচিয়ে রাখতে ফের এক মেয়েকে তিনি বিক্রি করতে বাধ্য হয়েছেন। বহুদিন হাতে কাজ নেই, খাবার নেই। অনুশোচনা হলেও কিছুই করার ছিল না।

অন্যদিকে, পরওয়ানা সংবাদমাধ্যমে জানিয়েছে সে পড়াশোনা করে শিক্ষক হতে চেয়েছিল। কিন্তু পরিবারের অবস্থা দেখে এরকম সিদ্ধান্ত মেনে নিতে হয়েছে। সম্প্রতি তাদের বাড়িতে এসেছিল ৫৫ বছরের পাত্র কুরবান মালিক। বাবার হাতে ২,০০০০০ আফগানি(২২০০ ডলার) দিয়ে গিয়েছে। 

আফগানিস্থানের ঘোর প্রদেশেও একই অবস্থা। সেখানে মাথায় আকাশ ভেঙে পড়েছে ১০ বছরের কিশোরী মাগুলের মাথায়। তার বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে ৭০ বছরের এক বৃদ্ধের সঙ্গে। সংবাদমাধ্যমে সে জানিয়েছে, বিয়ে করতে চায় না। পরিবারের লোকজন জোর করলে আত্মঘাতী হবে।

আরও পড়ুন-কলকাতায় বৃদ্ধার মৃত্যু ঘিরে রহস্য! ঘটনাস্থলে পুলিসের শীর্ষ কর্তারা 

পরওয়ানা ও মাগুলের মতো আফগানিস্থানের আরও অনেক কিশোরীর ভবিষ্যত এখন অন্ধকারে। তাদের জন্য সমাজে যেন কোনও জায়গা নেই। অকালে বিয়ের সংখ্য়া বেড়ে চলেছে তালিবান জমানায়।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.