US Presidential Elections: মসনদে ট্রাম্প! সেনেট দখল রিপাবলিকানদের, বহু পিছিয়ে কমলা...
Donald Trump: ফ্লরিডার পাম বিচে প্রথম বিজয়-ভাষণ দিলেন ট্রাম্প। বলেন, “এই জয় ঐতিহাসিক। ধন্যবাদ জানাই আমেরিকাবাসীকে। আপনাদের ভবিষ্যতের জন্য আমি লড়াই করব। ফের আমেরিকাকে সোনার দেশে পরিণত করব।”
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হোয়াইট হাউজ দখল ট্রাম্পের! মার্কিন মসনদে ফের ট্রাম্প। দ্বিতীয়বারের জন্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। আমেরিকাবাসীকে ধন্যবাদ জ্ঞাপন ট্রাম্পের। দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে ট্রাম্প বলেন, “এই জয় ঐতিহাসিক। সর্বকালের সেরা রাজনৈতিক লড়াই দেখল আমেরিকা। আমেরিকাবাসীকে ধন্যবাদ।”
আরও পড়ুন, US Election Result 2024: সুইং স্টেটে পিছিয়ে কমলা হ্যারিস, হোয়াইট হাউসের আরও কাছাকাছি ট্রাম্প!
এদিন ট্রাম্পের সঙ্গেই মঞ্চে উঠেছিলেন তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্প এবং পরিবারের অন্য সদস্যেরা। ছিলেন আমেরিকার সম্ভাব্য হবু ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও। ম্যাজিক ফিগার ২৭০ ছুঁয়ে ফেলেছেন ডোনাল্ড ট্রাম্প। এখনও পর্যন্ত ২২৪টি আসন দখল করছেন কমলা হ্যারিস। দ্বিতীয়বার ক্ষমতায় আসতেই শুভেচ্ছা বন্যায় ভাসছেন ট্রাম্প।
স্ত্রী মেলানিয়া, ভাইস-প্রেসিডেন্ট প্রার্থী জে ডি ভ্যান্সদের সামনেই সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, 'প্রতিটি দিন আমি আপনারদের জন্য লড়াই করে যাব।'
আমেরিকার সেনেটের দখল নিয়েছে রিপাবলিকানরা। তাদের দখলে চলে গিয়েছে ৫১টি আসন, যা ম্যাজিক সংখ্যা পার করে গিয়েছে। অন্যদিকে ডেমোক্র্যাটরা ৪১টি আসন পেয়েছে এখনও পর্যন্ত। এর আগে এভাবে শুধুমাত্র এক একজন মার্কিন প্রেসিডেন্টই নির্বাচনে হেরে যাওয়ার ৪ বছর পরে ফের হোয়াইট হাউজের বাসিন্দা হয়েছিলেন।
আরও পড়ুন, Donald Trump: নির্বাচনই ট্রাম্পের অগ্নিপরীক্ষা! জিতলে হোয়াইট হাউজ, হারলে জেল..
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)