বিক্ষোভের মুখে সিরিয়ার মার্কিন রাষ্ট্রদূত

প্রেসিডেন্ট বাশার অল আসাদের সমর্থদের ক্ষোভের আঁচ টের পেলেন সিরিয়ায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট ফোর্ড

Updated By: Sep 29, 2011, 09:47 PM IST

প্রেসিডেন্ট বাশার অল আসাদের সমর্থদের ক্ষোভের আঁচ টের পেলেন সিরিয়ায় নিযুক্ত মার্কিন
রাষ্ট্রদূত রবার্ট ফোর্ড । এক বিরোধী নেতার সঙ্গে দেখা করতে গিয়ে তাঁর দিকে ধেয়ে এল ডিম
এবং টমেটো । প্রেসিডেন্টের অপসারণের দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন চলছে সিরিয়ায় ।
কড়া হাতে ওই গণ-বিক্ষোভ দমন করার চেষ্টা করছে সিরিয়ার সেনাবাহিনী । আন্দোলনকারীদের দাবি,
সরকারি দমন,নিপীড়নে ২,৭০ ০ - রও বেশি বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে । মার্কিন যুক্তরাষ্ট্র,প্রেসিডেন্ট
বাশার অল আসাদের কড়া সমালোচক । তারই খেসারত দিতে হল রাষ্ট্রদূত রবার্ট ফোর্ডকে ।
সিরিয়ার বিরোধী নেতা হাসান আব্দুল আজিমের সঙ্গে দেখা করতে তাঁর দফতরে গিয়েছিলেন রবার্ট ফোর্ড । প্রেসিডেন্ট বাশার অল আসাদের শতাধিক সমর্থক সেসময় ওই বাড়ি ঘিরে ফেলে । প্রায় দু ঘন্টা অবরুদ্ধ
থাকতে হয় মার্কিন রাষ্ট্রদূত । প্রেসিডেন্টের সমর্থদের দাবি,সিরিয়ায় অশান্তি ছড়াতে চাইছে মার্কিন
যুক্তরাষ্ট্র । সেজন্যই মার্কিন রাষ্ট্রদূত বিরোধী নেতাদের সঙ্গে বৈঠক করছেন । হাসান আজিম জানিয়েছেন,
প্রেসিডেন্টের সমর্থকেরা রবার্ট ফোর্ডকে লক্ষ করে ডিম এবং টমেটো ছুঁড়েছে । তবে তাঁর কোনও শারীরিক
ক্ষতি হয়নি । নিরাপদেই মার্কিন দূতাবাসে ফিরতে পেরেছেন রবার্ট ফোর্ড ।

.