আমাজন জঙ্গল বাঁচাতে এবার প্রতিবাদে পিঁপড়েরা
ক্ষুদ্র কিন্তু তুচ্ছ নয়। সেটাই প্রমাণ করে দিল পিঁপড়ের দল। আমাজন জঙ্গল বাঁচাতে তারাও জানালো প্রতিবাদ। জার্মানির কোলনের চিড়িয়াখানায়। সবুজ পাতা কেটে তৈরি করা ক্ষুদে প্ল্যাকার্ড মুখে করে মিছিল করল লাখ পাঁচেক পিঁপড়ে।
ওয়েব ডেস্ক: ক্ষুদ্র কিন্তু তুচ্ছ নয়। সেটাই প্রমাণ করে দিল পিঁপড়ের দল। আমাজন জঙ্গল বাঁচাতে তারাও জানালো প্রতিবাদ। জার্মানির কোলনের চিড়িয়াখানায়। সবুজ পাতা কেটে তৈরি করা ক্ষুদে প্ল্যাকার্ড মুখে করে মিছিল করল লাখ পাঁচেক পিঁপড়ে।
কাঠের গুঁড়ির গায়ে পিল পিল করে হেঁটে চলে বেড়াচ্ছে ওরা। চরম ব্যস্ততা। কিন্তু, এ তো চেনা ছবি। এভাবেই তো দিনরাত ছুটে বেড়ায় পিঁপড়ের দল। কিন্তু একটু ভালো করে খেয়াল করাতেই বোঝা গেল অন্য পাঁচটা দিনের ছোটাছুটির সঙ্গে তফাতটা। ওদের অনেকের মুখেই ঘুরছে প্ল্যাকার্ড। ডয়েচে লেখা- উঠে দাঁড়াও।
অর্থাত প্রতিবাদের ভাষা। আমাজন জঙ্গলকে বাঁচাতেই এই অভিনব উদ্যোগ নিয়েছে জার্মানির কোলন চিড়িয়াখানা।
ছোট ছোট পাতা কেটে এভাবেই তৈরি করা হয়েছে প্ল্যাকার্ড। আর সেই প্ল্যাকার্ড দিয়ে দেওয়া হচ্ছে পিঁপড়েদের মুখে। ব্রাজিল সফরে জার্মানির চান্সেলর। তাঁর মাধ্যমেই প্রকৃতি বাঁচানোর বার্তাটা পৌছে দিতে চাইল জার্মানি।