Nicholas Aujula Prediction 2025: ২০২৫ সালেই শুরু রক্তক্ষয়ী তৃতীয় বিশ্বযুদ্ধ! ভংয়কর ভবিষ্যদ্বাণী এই 'আধুনিক' বাবা ভাঙ্গার...

Nicholas Aujula Prediction 2025: এমনকিছু ভবিষ্যদ্বাণী নিকোলাস করেছেন যা সত্যি হয়েছে। তালিকায় রয়েছে ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলন, ডোনাল্ড ট্রাম্পের জয়, এআই-এর উত্থান ও করোনা

Updated By: Jan 8, 2025, 10:53 AM IST
Nicholas Aujula Prediction 2025: ২০২৫ সালেই শুরু রক্তক্ষয়ী তৃতীয় বিশ্বযুদ্ধ! ভংয়কর ভবিষ্যদ্বাণী এই 'আধুনিক' বাবা ভাঙ্গার...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাবা ভাঙ্গা কিংবা নস্ট্রাদামুসের একাধিক ভবিষ্যদ্বাণী নিয়ে আমরা তোলপাড় করি। কিন্তু তাদের থেকে কিছু কম যান না হিপনোথেরাপিস্ট নিকোলাস আজুলা। লন্ডনের বাসিন্দা এই তরুণের ভবিষ্যদ্বাণীও ভয় ধরাবে আপনাকে। ২০২৫ সালের জন্য যেসব ভবিষ্যদ্বাণী তিনি করেছেন তা নজর কেড়েছে গোটা বিশ্বের।

আরও পড়ুন-পারদ পড়বে অনেকটাই, বৃষ্টিতে ভাসবে একাধিক জেলা, আচমকাই হাওয়াবদল বঙ্গে

নিকোলাস আজুলা আগেই দাবি করেছিলেন আমেরিকার গদিতে ফিরে আসবেন ডোনাল্ড ট্রাম্প। সেটাই হয়েছে। তাঁর দাবি ২০২৫ সালেই শুরু হয়ে যাবে তৃতীয় বিশ্বযুদ্ধ। বিশ্বজুড়ে মানুষে মানুষে হানাহানি করবে জাতি, ধর্ম না দেখে। এর আগে কৃত্তিম বুদ্ধিমত্তা, করোনা সম্পর্কেও বলেছিলেন আজুলা। দেখে নেওয়া যাক ২০২৫ সালের জন্য তিনি কী বলেছেন।

তৃতীয় বিশ্বযুদ্ধ

নিকোলাস আজুলা দাবি করেছেন ২০২৫ সালেই শুরু হয়ে যাবে তৃতীয় এক বিশ্বযুদ্ধ। জাতিয়তাবাদ ও ধর্মের নামে লড়াই করবে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ। ২০২৫ সালের মাঝামাঝি থেকেই সেই লড়াই মারাত্মক আকার ধারণ করবে।

বদলা নেবে পৃথিবী

পরিবেশ ধ্বংসের জন্য বদলা নেবে আমাদের পৃথিবী। জলবায়ুর বদল ও একবাবে বদলে যাওয়া আবহাওয়ার দরুন চরম বিপাকে পড়তে হবে মানুষকে।

ল্যাবেই তৈরি হবে মানুষের অঙ্গ

নিকোলাস বলেছেন ২০২৫ সালে ল্যাবরেটরিতেই তৈরি হবে মানুষের অঙ্গ। বিজ্ঞানের আজব সব কীর্তিকলাপ দেখা যাবে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.