মেক্সিকোয় ভয়াবহ ভূমিকম্প, মৃত ২০০-র বেশি
ওয়েব ডেস্ক: ফের তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকো। প্রাণ হারালেন একশোর বেশি মানুষ। ভারতীয় সময় অনুযায়ী গতকাল গভীর রাতে দেশের মধ্য ভাগে কম্পন অনূভূত হয়। রিখটার স্কেলে মাত্রা ছিল ৭.১। ধ্বংসস্তুপে অনেকে আটকে থাকায় মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মোরেলস এবং পুয়েবলা প্রদেশের। মাটির ৫১ কিলোমিটার নীচে পুয়েবলা প্রদেশের আতেনসিনগোয় ছিল কম্পনের উত্সস্থল। সেখান থেকে ১২০ কিলোমিটার দূরে রাজধানী মেক্সিকো সিটিতেও ভেঙে পড়ে একাধিক বাড়ি।
Aquí el momento donde un edificio, al parecer en la Colonia Roma colapsa. pic.twitter.com/rAYKX0lJjm
— REFORMACOM (@Reforma) September 19, 2017
৩২ বছর আগে এই দিনেই মেক্সিকোয় ভূমিকম্পে ১০ হাজার মানুষের মৃত্যু হয়। অতীতের ঘটনাকে মনে রেখে ভূমিকম্পের সময় সুরক্ষা ব্যবস্থা কী হওয়া উচিত, তার মহড়া চলাকালীনই ফের কেঁপে ওঠে মাটি। চলতি মাসের ৯ তারিখ দক্ষিণ মেক্সিকোয় ভূমিকম্পে ৯০ জনের মৃত্যু হয়।
অবশ্যই পড়ুন- 'উড়িয়ে দেব কিমের উত্তর কোরিয়া', রাষ্ট্রপুঞ্জেই চরম হুমকি ট্রাম্পের
Así colapsaron los puentes que unen edificios en el Tec de Monterrey Campus Ciudad de México durante el sismo pic.twitter.com/cYrfY1gpRX
— REFORMACOM (@Reforma) September 20, 2017