জঙ্গি হানায় নাইজেরিয়ায় মৃত অন্তত ৪৫, সন্দেহের তীর বোকো হারামের দিকে
নাইজেরিয়ায় হিংসার বলি হয়ে প্রাণ হারালেন অন্তত ৪৫জন। সন্দেহ করা হচ্ছে উত্তর-পূর্ব নাইজেরিয়ায় এই গণহত্যাকাণ্ডের পিছনে রয়েছে ইসলামিক জঙ্গি গোষ্ঠী বোকো হারেম।
মাইদুগুরি: নাইজেরিয়ায় হিংসার বলি হয়ে প্রাণ হারালেন অন্তত ৪৫জন। সন্দেহ করা হচ্ছে উত্তর-পূর্ব নাইজেরিয়ায় এই গণহত্যাকাণ্ডের পিছনে রয়েছে ইসলামিক জঙ্গি গোষ্ঠী বোকো হারেম।
বোরনোর মাফা অঞ্চলের আজায়া কুরা গ্রামে বুধবার এই ঘৃণ্য হত্যাকাণ্ড ঘটেছে।
বুধবার স্থানীয় সময় বেলা ১২টা নাগাদ মোটরসাইকেলে চেপে সশস্ত্র জঙ্গিরা গ্রামটিতে আক্রমণ চালায়। নির্বিচারে গুলি চালাতে শুরু করে তারা। গ্রামটির অর্ধেকের বেশি বাড়ি ধ্বংস করে। জ্বালিয়ে দিয়েছে ৫০টির বেশি মোটর সাইকেল ও ৪টি চার চাকার গাড়ি।
এখনও পর্যন্ত ৪৫জন গ্রামবাসীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হলেও আশঙ্কা করা হচ্ছে প্রাণ হারিয়েছেন আরও বেশ কিছু মানুষ।
গুরুতর আহত হয়েছেন অন্তত ৫০জন। জঙ্গিরা গ্রাম ঘিরে রাখায় আহতদের সময় মত হাসপাতালেও নিয়ে যাওয়া সম্ভব হয়নি।