New Guinea-তে মিলল 'চকোলেট ব্যাঙ'! অবাক করার মতো?

নাম দেওয়া হয়েছে 'লিটোরিয়া মিরা'। লাতিন ভাষায় যার অর্থ 'অবাক করার মতো'।

Updated By: Jun 6, 2021, 07:23 PM IST
New Guinea-তে মিলল 'চকোলেট ব্যাঙ'! অবাক করার মতো?

নিজস্ব প্রতিবেদন: লোকে বিরক্ত হয়ে কখনও কখনও বলে 'দূর ব্যাঙ'! এবার এমন এক ব্যাঙের সন্ধান মিলল তাকে মোটেই দূর ব্যাঙ বলে ঠেলে সরিয়ে রাখা যাবে না। বরং যা প্রাণিবিদ্যা চর্চার নতুন দিগন্ত খুলে দেবে।  

কোলাব্যাঙ, সোনাব্যাঙ-সহ বেশ কিছু ব্যাঙের সঙ্গে আমরা পরিচিতও। তবে অস্ট্রেলিয়ার একদল গবেষক বিশেষ এক প্রজাতির ব্যাঙের সন্ধান পেয়েছেন। ঘন চকোলেট রঙের কারণে ব্যাঙের এই প্রজাতিকে 'চকোলেট ব্যাঙ' নামে ডাকা হচ্ছে। নিউগিনির (New Guinea) নিম্নাঞ্চলে  এই গেছো ব্যাঙের সন্ধান পাওয়া গিয়েছে।

আরও পড়ুন: Artemis Moon Exploration: গুরুদায়িত্ব ভারতীয় বংশোদ্ভূত সুবাসিনীর কাঁধে

গেছো ব্যাঙ সাধারণত সবুজ রঙের হয়। তবে নতুন সন্ধান পাওয়া এ প্রজাতির ব্যাঙের ত্বকের রং গাঢ় খয়েরি। এই chocolate frog-কে নিয়ে মে মাসের শেষের দিকে 'অস্ট্রেলিয়ান জার্নাল অব জুওলজি' (Australian Journal of Zoology) একটি প্রতিবেদন প্রকাশ করে।

'সেন্টার ফর দ্য প্ল্যানেটরি হেলথ অ্যান্ড ফুড সিকিউরিটি' এবং কুইন্সল্যান্ড জাদুঘরের (Queensland Museum) গবেষক Paul Oliver এই চকোলেট ব্যাঙের সন্ধান পেয়েছেন। তিনি বলেন, অস্ট্রেলিয়ায় সাধারণত লিটোরিয়া ক্যারুলেয়া প্রজাতির গেছো ব্যাঙ পাওয়া যায়। এদের গায়ের রং সবুজ। নতুন সন্ধান পাওয়া প্রজাতিটি লিটোরিয়া ক্যারুলেয়া প্রজাতির সমগোত্রীয়। তবে রং একেবারেই আলাদা। এর নাম দেওয়া হয়েছে 'লিটোরিয়া মিরা' (Litoria mira)। লাতিন ভাষায় যার অর্থ 'অবাক করার মতো'। আসলে, এ আবিষ্কার গবেষকদের অবাক করেছে। Australian green tree frog-এর সঙ্গে এদের মিল থাকলেও নতুন এই চকোলেট ব্যাঙ তাদের থেকে কতটা আলাদা, এটাই সব চেয়ে বড় প্রশ্ন।  

সাউথ অস্ট্রেলিয়ান মিউজিয়ামের Frog specialist ও গবেষক Steve Richards বলেন, চকোলেট ব্যাঙ দেখতে চমৎকার। উষ্ণ আবহাওয়ায় এদের বসবাস। তবে এসব অঞ্চলের জলাভূমিতে প্রচুর কুমিরের বাস। তাই ২০১৬ সালে এই ব্যাঙ প্রথম মিললেও নতুন এই প্রজাতি নিয়ে গবেষণায় বিলম্ব হয়েছে।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

আরও পড়ুন: ৬ জুন একত্রে বেঁধে দিল কবি, ঔপন্যাসিক এবং গোয়েন্দাকাহিনিকারের কলমকে

.