মহালয়াতেই মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, দুর্গার নিরাপত্তায় রাত জাগবে পুলিস
![মহালয়াতেই মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, দুর্গার নিরাপত্তায় রাত জাগবে পুলিস মহালয়াতেই মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, দুর্গার নিরাপত্তায় রাত জাগবে পুলিস](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/09/19/94023-durga-puja.jpg)
নিজস্ব প্রতিবেদন: বোধনের আগেই বিসর্জনের সুর! মহালয়ের দিনই দুর্গা প্রতিমা ভাঙল দুষ্কৃতীরা। বাংলাদেশের দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় দুর্গা প্রতিমা ভাঙচুরের ঘটনায় ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিস। বীরগঞ্জ থানার পুলিস-ইন-চার্জ আবু আক্কাস 'ঢাকা ট্রিবিউন'কে জানিয়েছে, "সুজলপুর গ্রামের সনাতন পাড়ার দুর্গা মণ্ডপের প্রতিমা ভাঙচুরের ঘটনায় একটি জেনারেল ডায়েরি করা হয়েছে। অপরাধীদের যত তাড়াতাড়ি সম্ভব গ্রেফতার করতে তৎপর প্রশাসন।" একই সঙ্গে তিনি জানিয়েছেন, দুর্গা প্রতিমার নিরাপত্তাকে সুনিশ্চিত করতে মণ্ডপে মণ্ডপে পুলিস প্রহরার বন্দোবস্ত করবে প্রশাসন।
বাংলাদেশে প্রতিমা ভাঙার ঘটনা এই প্রথম নয়। এর আগেও পুজোর আগেই প্রতিমা ভাঙার নির্লজ্জ উদাহরণ রয়েছে পদ্মাপারের দেশের। এই ঘটনায় ইতিমধ্যেই সরব হয়েছে হিন্দু ধর্মাবলম্বী নানা সংগঠন। নিজ ধর্ম পালন এবং হিন্দু সংস্কৃতির রক্ষার জন্য সরকারের কাছে নিরাপত্তার আর্জিই করছে সংগঠনগুলি। প্রতিমা ভাঙার ঘটনায় নিন্দা করেছে প্রগতিশীল নাগরিক সমাজও।