দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে ৭ বছরের কারাদণ্ডের সাজা শোনাল বাংলাদেশের আদালত
জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে প্রায় ৩.২৫ কোটি টাকা তছরূপের অভিযোগে ৭ বছর আগে খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীর অভিযোগ দায়ের হয়েছিল। মামলার তদন্তের দায়িত্ব ছিল দুর্নীতি দমন কমিশনের হাতে।
নিজস্ব প্রতিবেদন: আরও ১টি দুর্নীতি মামলায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ৭ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা শোনালো সেদেশের আদালত। সোমবার ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারের ভিতরে বিশেষ আদালতে শুনানির সময় যদিও এদিন খালেদা হাজির ছিলেন না। আদালতের এদিনের রায়ের পর সাধারণ নির্বাচনের মুখে বাংলাদেশের বিরোধী দলের বিপদ আরও বাড়ল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে প্রায় ৩.২৫ কোটি টাকা তছরূপের অভিযোগে ৭ বছর আগে খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীর অভিযোগ দায়ের হয়েছিল। মামলার তদন্তের দায়িত্ব ছিল দুর্নীতি দমন কমিশনের হাতে। সেই মামলাতেই সোমবার সকালে খালেদা জিয়াকে সাজা শোনান বিচারক আখতারুজ্জামান।
জানুয়ারি পর্যন্ত স্থগিত অযোধ্যা মামলার শুনানি, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট
এমায়েতখানা দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর গত ৮ ফেব্রুয়ারি থেকে জেলবন্দি খালেদা জিয়া। বিরোধী বিএনপির অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে খালেদাকে জেলে ভরেছে আওয়ামি লিগ সরকার। অভিযোগ মানতে রাজি নয় বাংলাদেশের শাসকদল।