Bangladesh Unrest: 'দ্বিচারিতা নিন্দনীয় ও আপত্তিকর', ভারতের কড়া বিবৃতির পরই পালটা বাংলাদেশ!

ভারতের তরফে স্পষ্ট বলা হয়, সংখ্যালঘুদের অবস্থা উদ্বেগজনক। সংখ্যালঘুদের স্বাধীনতা রক্ষার দায়িত্ব বাংলাদেশ সরকারের।

Updated By: Nov 29, 2024, 05:52 PM IST
Bangladesh Unrest: 'দ্বিচারিতা নিন্দনীয় ও আপত্তিকর', ভারতের কড়া বিবৃতির পরই পালটা বাংলাদেশ!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: যেখানে ভারতেই সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষের ওপর অসংখ্য নির্মমতার ঘটনা ঘটে চলেছে, অথচা তা নিয়ে ভারত সরকারের বিন্দুমাত্র সংকোচ বা অনুশোচনা নেই, সেখানে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতের অযাচিত উদ্বেগ প্রকাশ ও বিবৃতি জারি আপত্তিকর। ভারতের দ্বিচারিতা নিন্দনীয়। বাংলাদেশে চিন্ময় দাসের গ্রেফতারি ও সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের ইস্যুতে ভারত সরকার কড়া বিবৃতি জারির পরই পালটা প্রতিক্রিয়া বাংলাদেশের।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দেশের সংখ্যালঘু জনগোষ্ঠীকে আওয়ামী লীগ সরকারের চেয়ে বেশি নিরাপত্তা দিতে পারছে বলেই মনে করছে বাংলাদেশের মানুষ। এমনটাই দাবি করা হয়েছে। ছাত্র সংগঠন, মাদ্রাসা, রাজনৈতিক দলসহ বাংলাদেশের মানুষ দুর্গাপুজোর সময় সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য কাজ করেছে। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে নির্মমভাবে হত্যার পরও বাংলাদেশের মুসলমানরা অসীম সংযম ও ধৈর্যের পরিচয় দিয়েছেন। এমনও দাবি করেছেন সে দেশের আইন উপদেষ্টা। প্রসঙ্গত,  চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি ও উদ্ভূত পরিস্থিতিতে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের ঘটনায় ভারত সরকার কড়া বিবৃতি জারি করেছে।

ভারতের তরফে স্পষ্ট বলা হয়, সংখ্যালঘুদের অবস্থা উদ্বেগজনক। সংখ্যালঘুদের স্বাধীনতা রক্ষার দায়িত্ব বাংলাদেশ সরকারের। সংখ্যালঘুদের নিরাপত্তার দায়িত্ব নিক বাংলাদেশ সরকার। নাগরিক সুরক্ষার প্রাথমিক দায়িত্ব বাংলাদেশ সরকারেরই। আর তারপরই বাংলাদেশ বিদেশমন্ত্রকের তরফে পালটা বিবৃতি জারি করে বলা হয়, এমন একটি বিষয় নিয়ে এই বিবৃতি দেওয়া হয়েছে যা একান্তই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। আরও বলা হয়, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হলেও, কিছু মহল এই ঘটনাকে ভুলভাবে তুলে ধরছে। ভারতের ভিত্তিহীন বিবৃতি পাশাপাশি দুই প্রতিবেশী দেশের বন্ধুত্ব চেতনার পরিপন্থী।

প্রসঙ্গত বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকেই সংখ্যালঘুদের অধিকারের দাবিতে সোচ্চার হন সনাতনী হিন্দু জাগরণ মঞ্চের সদস্য চিন্ময় কৃষ্ণ দাস। তাঁর বিরুদ্ধে ওঠে বাংলাদেশের জাতীয় পতাকাকে অবমাননার অভিযোগ। তাঁকে গ্রেফতার করে বাংলাদেশ পুলিস। উল্লেখ্য, বাংলাদেশে পদ্মাপারের অশান্তির আঁচ এসে পড়েছে এদিকে গঙ্গাপারেও। মহানগরীর বুকে বিক্ষোভ-প্রতিবাদ মিছিলে সোচ্চার বিভিন্ন মহল।

আরও পড়ুন, ISKCON Bangladesh | Chinmoy Das Arrest: চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি নিয়ে উত্তাল দেশ! এরই মাঝে বড় ঘোষণা ইস্কনের...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.