Bangladesh: বাংলাদেশে হিন্দুদের দেবোত্তর সম্পত্তি রক্ষায় লাগু হচ্ছে নয়া আইন

দেবোত্তর সম্পত্তির দেখভাল করবে সরকারই। 

Updated By: Apr 20, 2022, 06:28 PM IST
Bangladesh: বাংলাদেশে হিন্দুদের দেবোত্তর সম্পত্তি রক্ষায় লাগু হচ্ছে নয়া আইন

সেলিম রেজা, বাংলাদেশ: হিন্দুদের দেবোত্তর সম্পত্তি সংরক্ষণে উদ্যোগ নিল বাংলাদেশ সরকার। স্রেফ আদালতের রায় নয়, এবার তৈরি করা হচ্ছে সুনির্দিষ্ট আইন ও বিধিমালা। মতামত জানতে চেয়ে আইনের খসড়া ইতিমধ্যেই বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংশ্লিষ্ট সবপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে খবর। 

শুধুমাত্র পুজোপাঠ ও ধর্মীয় অনুষ্ঠানের জন্য ব্যবহার করা যাবে। দলিলে তেমনটাই লেখা আছে। বাংলাদেশে হিন্দুদের দেবোত্তর সম্পত্তি হয়ে উঠেছে সেবায়েতদের গলার কাঁটা। দখলদারদের স্বর্গরাজ্য। বেশিরভাগ সম্পত্তিই বেহাত হয়ে দিয়েছে। বহু চেষ্টা করে আর উদ্ধার করা যাচ্ছে না। দখলদার যথেষ্ট প্রভাবশালী। ফলে প্রশাসনের হস্তক্ষেপেও সমস্যা মিটছে না।  

আরও পড়ুন: Boris Johnson: দোষী সাব্যস্ত প্রধানমন্ত্রী; ক্ষমা চাইলেন সংসদে, দিলেন জরিমানা

বাংলাদেশের ধর্ম-বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সংস্থা ও আইন) মো. মুনিম হাসান  জি ২৪ ঘণ্টা কে জানিয়েছেন, ‘এটিই স্বাধীন বাংলাদেশে দেবোত্তর সম্পত্তি-সংক্রান্ত প্রথম আইন। বাংলাদেশে আগে এ সংক্রান্ত কোনও আইন ছিল না।  ২০১৯ সালে আইনে খসড়া তৈরি করে আমরা জাতীয় সংসদে পাঠিয়েছিলাম। কিন্তু নানা বাধা-বিপত্তির কারণে আইনটি আলোচনা হয়নি। বিলও পাস হয়নি'। তাঁর আরও বক্তব্য, 'এখন দেবোত্তর সম্পত্তি রক্ষায় একটি নির্দেশ রয়েছে উচ্চ আদালতের। কিন্তু সেই রায়ের দোহাই দিয়ে আর সম্পত্তি রক্ষা করা যাচ্ছে না'। এই আইন কার্যকর হলে দেবোত্তর সম্পত্তি চলে যাবে বাংলাদেশের সরকারের তত্ত্বাবধানে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.