প্রথম কৃত্রিম উপগ্রহ তৈরির পরিকল্পনা করছে বাংলাদেশ

এবার মহাকাশে তাদের প্রথম কৃত্রিম উপগ্রহ পাঠানোর পরিকল্পনা করছে বাংলাদেশ। সে দেশের সরকার সূত্রে খবর, একটি মার্কিন সংস্থার সহযোগিতায় দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ তৈরি করবে বাংলাদেশ।

Updated By: Mar 31, 2012, 01:19 PM IST

এবার মহাকাশে তাদের প্রথম কৃত্রিম উপগ্রহ পাঠানোর পরিকল্পনা করছে বাংলাদেশ। সে দেশের সরকার সূত্রে খবর, একটি মার্কিন সংস্থার সহযোগিতায় দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ তৈরি করবে বাংলাদেশ। এই কৃত্রিম উপগ্রহ তৈরির জন্য শুক্রবার রাজধানী ঢাকায় স্পেস পার্টনারশিপ ইন্টারন্যাশনাল(এসপিআই)-এর সঙ্গে ১০ মিলিয়ন মার্কিন ডলার চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন।
এসপিআই-এর ম্যানেজিং ডিরেক্টর ব্রুস ডি ক্র্যাসেলস্কি জানিয়েছেন, বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহটির নকসা তৈরি করবে মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড স্থিত একটি সংস্থা। এবং অন্য আরেকটি সংস্থাকে কৃত্রিম উপগ্রহটি তৈরি ও উত্ক্ষেপণ বরাত দেওয়া হবে। ২০১৫-র মধ্যেই দেশের প্রথম কৃত্রিম উপগ্রহটি উত্‍ক্ষেপণ করতে চায় বাংলাদেশ। বাংলাদেশ সরকার সূত্রে জানানো হয়েছে, তাদের উপগ্রহ দেশের টেলিযোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করবে। এছাড়া প্রাকৃতিক বিপর্যয়ের পূর্বাভাস ও প্রাকৃতিক সম্পদের ম্যাপ চিহ্নিত করতেও সাহায্য করবে উপগ্রহটি।
উপগ্রহটি তৈরি করতে খরচ পড়ছে ১৫০ মিলিয়ন ডলার। বর্তমানে বিদেশি কৃত্রিম উপগ্রহ ভাড়া করে ব্যবহারের জন্য বাংলাদেশ সরকারের প্রতি বছর প্রায় ১১ মিলিয়ন মার্কিন ডলার খরচ হয়।

.