প্যারিসে ইন্দোনেশিয়ার দূতাবাস চত্ত্বরে বিস্ফোরণ
দিল্লির ইজরায়েলি দূতাবাসের কূটনীতিকের উপর হামলার পর এবার প্যারিসে ইন্দোনেশিয়ার দূতাবাস। বুধবার একটি শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠল প্যারিসে ইন্দোনেশিয়ার দূতাবাস চত্ত্বর।
দিল্লির ইজরায়েলি দূতাবাসের কূটনীতিকের উপর হামলার পর এবার প্যারিসে ইন্দোনেশিয়ার দূতাবাস। বুধবার একটি শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠল প্যারিসে ইন্দোনেশিয়ার দূতাবাস চত্ত্বর।
পুলিস সূত্রে খবর, বিস্ফোরণের তীব্রতায় আশেপাশের বেশ কয়েকটি বাড়িতে ফাটল ধরেছে। কোনও কোনও বাড়ির দেওয়ালও ধসে গিয়েছে। তবে কেউ হতাহত হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন স্থানীয় সময় ভোর ৫টা ৪৫ মিনিটে হঠাত্ বিস্ফোরণ হয়। এবং বিস্ফোরণের ফলে দুটি গাড়িতে আগুন লেগে যায়।
প্যারিসের পুলিস চিফ মাইকেল গডিন জানিয়েছেন, সকালে এক সাফাইকর্মী দূতাবাসের জানলার সামনে একটি ব্যাগ দেখতে পান। ব্যাগটি খুলে দেখতে পান, একটি ক্যানিস্টার, তারের সঙ্গে আটকানো। সন্দেহ হওয়ায় ওই এলাকা ছেড়ে বেরিয়ে পুলিসে খবর দেন ওই সাফাইকর্মী। খবর পেয়ে পুলিস পৌঁছানোর আগেই বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণে কেউ হতাহত না হলেও, স্থানীয় বাসিন্দাদের মধ্যে একটি আতঙ্ক সৃষ্টি হয়েছে। বেশ কয়েক কিলো বিস্ফোরক ছিল বলেই প্রাথমিক ভাবে মনে করছে পুলিস। বিস্ফোরণের দায় এখনও কোনও গোষ্ঠী স্বীকার করেনি। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।