ডারসি মৃত, ফিরে এল ব্রিজেড জোনস
ফিরে এল ব্রিগেট জোনস। তবে নায়ক মার্ক ডারসিকে ছাড়াই। ব্রিগেট সিরিজের তৃতীয় বইতে ডারসি মৃত। লেখিকা হেলেন ফিল্ডিংয়ের এই বোমার আঘাতে ঘায়েল ফ্যানেরা। ডারসির বিদায় তাঁরা মানতে নারাজ। শুধু তাই নয়, নতুন বইতে আছে আরও ধামাকা। যা আলোড়ন ফেলেছে বিশ্বজুড়ে।
ফিরে এল ব্রিগেট জোনস। তবে নায়ক মার্ক ডারসিকে ছাড়াই। ব্রিগেট সিরিজের তৃতীয় বইতে ডারসি মৃত। লেখিকা হেলেন ফিল্ডিংয়ের এই বোমার আঘাতে ঘায়েল ফ্যানেরা। ডারসির বিদায় তাঁরা মানতে নারাজ। শুধু তাই নয়, নতুন বইতে আছে আরও ধামাকা। যা আলোড়ন ফেলেছে বিশ্বজুড়ে।
বুকশেল্ফে জায়গা করে নিতে ফের হাজির ব্রিগেট। এসে গেছে ব্রিগেট জোনস-ম্যাড অ্যাবাউট দ্য বয়। আর আসতেই শুরু বিতর্ক। কারণ ব্রিগেটের প্রেম, গল্পের নায়ক ডারসি এখানে মৃত। ব্রিগেটের বয়স ৫০-এর ওপর। বিধবা, দুই সন্তানের মা। সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে রক্সটার নামে তাঁর এক বয়ফ্রেন্ডকেও। আর এই আকাশ-পাতাল বদল একদমই হজম করতে পারছেন না ব্রিগেট ফ্যানেরা। ডারসির মৃত্যু তো নয়ই।
কারোর আবার মত, এই ধাক্কা বইকে বাড়তি জনপ্রিয়তা এনে দেবে। ফিল্ডিংয়ের মূল নভেল, ব্রিগেট জোনস ডায়রি বাজারে এসেছিল ১৯৯৬-য়ে। তিন বছর পর আসে এর সিকোয়েল ব্রিগেট জোনস, দ্য এজ অফ রিসন। দুটি বই মিলিয়ে বিক্রি পনের মিলিয়ন কপি। বই দুটির ওপর সিনেমাও হয়েছে। ব্রিগেটের চরিত্রে রেনে জুয়েলগার, কলিন ফির্থ ডারসির চরিত্রে এবং হিউজ গ্রান্টের ড্যানিয়েল ক্লিভার দর্শকদের মনে জায়গা করে নিয়েছে খুব সহজেই। তবে এবার ব্যাপারটা আলাদা। ব্রিগেট নিয়ে ক্ষোভের সুর অভিনেতা হিউজ গ্রান্টের গলাতেও। ডারসি ছাড়া বিতর্ককে সঙ্গী করে নতুন ব্রিগেট নভেল কতটা পথ পাড়ি দেয়, এখন সেটাই দেখার।