অষ্টাদশী সোফিয়ার প্রেমে পাগল সব তরুণ, কিন্তু কেউ কাছে যেতে সাহস পাচ্ছে না! কেন?
এই মুহূর্ত লন্ডনের হার্টথ্রব সেই। আপাতাত সব ব্রিটিশ তরুণেরই স্বপ্ন সুন্দরী সে। মাত্র অষ্টাদশী। কিন্তু এই অষ্টাদশীর রূপে মুগ্ধ তামাম পুরুষ। কিন্তু ভালো লাগলেই কী সব পাওয়া যায় নাকি! সেই অবস্থাই হয়েছে এখন ব্রিটেনের তরুণদের। সবাই প্রেমে পাগল সোফিয়ার। সে ইউনিভার্সিটিতে যায় বুলেট প্রুফ রেঞ্জ রোভারে। সে থাকে প্রায় রাজপ্রাসাদে। যখন ছোট ছিল, তখন স্কুলে যেত স্কুল গাড়িতে নয়, রীতিমতো হেলিকপ্টারে। তাঁর খরচ শুনলে চোখে দেখতে হবে সর্ষে ফুল! তাই ওই সুন্দরীর ছবি দেখেই দিন কাটাচ্ছে ব্রিটেনের তরুণরা। আর যাই হোক এই সোফিয়া তো আর যে সে সোফিয়া নয়। তাঁর বাবার নাম রোমান আব্রামোভিচ। রুশ এই ধনকুবের ইংল্যান্ডের চেলসি ফুটবল ক্লাবের মালিক। শুধু কী তাই! রোমানের থেকে বড়লোক ইংল্যান্ডেও খুঁজে পাওয়া দায়। তাই বাবার ভয়ে সোফিয়ার প্রেমে পড়েও তাঁর কাছে যাওয়ার সাহস হচ্ছে না লন্ডনরে তরুণদের।
![অষ্টাদশী সোফিয়ার প্রেমে পাগল সব তরুণ, কিন্তু কেউ কাছে যেতে সাহস পাচ্ছে না! কেন? অষ্টাদশী সোফিয়ার প্রেমে পাগল সব তরুণ, কিন্তু কেউ কাছে যেতে সাহস পাচ্ছে না! কেন?](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/01/30/48683-sofia30-1-16.jpg)
ওয়েব ডেস্ক: এই মুহূর্ত লন্ডনের হার্টথ্রব সেই। আপাতাত সব ব্রিটিশ তরুণেরই স্বপ্ন সুন্দরী সে। মাত্র অষ্টাদশী। কিন্তু এই অষ্টাদশীর রূপে মুগ্ধ তামাম পুরুষ। কিন্তু ভালো লাগলেই কী সব পাওয়া যায় নাকি! সেই অবস্থাই হয়েছে এখন ব্রিটেনের তরুণদের। সবাই প্রেমে পাগল সোফিয়ার। সে ইউনিভার্সিটিতে যায় বুলেট প্রুফ রেঞ্জ রোভারে। সে থাকে প্রায় রাজপ্রাসাদে। যখন ছোট ছিল, তখন স্কুলে যেত স্কুল গাড়িতে নয়, রীতিমতো হেলিকপ্টারে। তাঁর খরচ শুনলে চোখে দেখতে হবে সর্ষে ফুল! তাই ওই সুন্দরীর ছবি দেখেই দিন কাটাচ্ছে ব্রিটেনের তরুণরা। আর যাই হোক এই সোফিয়া তো আর যে সে সোফিয়া নয়। তাঁর বাবার নাম রোমান আব্রামোভিচ। রুশ এই ধনকুবের ইংল্যান্ডের চেলসি ফুটবল ক্লাবের মালিক। শুধু কী তাই! রোমানের থেকে বড়লোক ইংল্যান্ডেও খুঁজে পাওয়া দায়। তাই বাবার ভয়ে সোফিয়ার প্রেমে পড়েও তাঁর কাছে যাওয়ার সাহস হচ্ছে না লন্ডনরে তরুণদের।