সিডনি ক্যাফের বন্দুকবাজ যৌন হেনস্থায় অভিযুক্ত হয়ে জামিনে মুক্ত ছিল
ওয়েব ডেস্ক: যে বন্দুকবাজ সিডনির ক্যাফেতে ঢুকে লঙ্কাকাণ্ড বাধিয়ে একেবারে গোটা বিশ্বকে নড়িয়ে দিল সে আসলে এক ইরানিয়ান উদ্বাস্তু। যৌন হেনস্থায় অভিযুক্ত হয়ে সে জামিনে মুক্ত ছিব। এর আগে সে বিদেশে মৃত অস্ট্রেলিয়ান সেনাবাহিনীর পরিবারদের অশ্লীল ইমেল করে পুলিসের খাতায় নাম তুলেছিল।
এছাড়াও সেই বন্দুকবাজের বিরুদ্ধে ছিল যৌন হেনস্থার ৪০টিরও বেশি অভিযোগ ছিল। তার নাম ছিল হ্যারন মনিস, বয়স ৪৯। ইরানের মন্তেঘি বৌজেরেদিতে জন্মানো হ্যারন অস্ট্রেলিয়ায় আসে ১৯৯৬ সালে। অস্ট্রেলিয়ায় আসার পরই সে তার নাম বদল করে। তার নতুন নাম গয় শেখ হ্যারন। নিজেকে ধর্মগুরু বলেও দাবি করত সে। জ্যোতিষ, কালো জাদু, ধ্যানে সে পারদর্শী ছিলও বলে দাবি করত।
২০০২ সালে সিডনির রাস্তায় এক মহিলাকে যৌন হেনস্থার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল। ২০১৫ ফেব্রুয়ারিতে যৌন হেনস্থার ঘটনায় তাকে আদালতে হাজির হওয়ার কথা ছিল।
এমনই এক কীর্তিমান মানুষ গোটা বিশ্বকে কাঁপিয়ে দিল। ১৬ ঘণ্টার টানটান নাটকের পর তার জীবন শেষ হল এমনভাবে যেখানে গোটা বিশ্ব তাকে মনে রাখবে 'ইভিল ম্যান' হিসাবে।