California Wildfire: আগুনে পুড়ছে ক্যালিফোর্নিয়া; জ্বলছে ঘরবাড়ি, গৃহত্যাগী কয়েকহাজার মানুষ

বিজ্ঞানীরা জানিয়েছিলেন, গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে এই অঞ্চলের আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তন দেখা গিয়েছে।

Updated By: Sep 4, 2022, 07:32 PM IST
California Wildfire: আগুনে পুড়ছে ক্যালিফোর্নিয়া; জ্বলছে ঘরবাড়ি, গৃহত্যাগী কয়েকহাজার মানুষ

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দাবানল-পরিস্থিতি ভয়ানক আকার নিয়েছে। শুক্রবারই উত্তর ক্যালিফোর্নিয়ার প্রশাসনের পক্ষ থেকে সেখানকার কয়েক হাজার বাসিন্দাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ১০০০ একর এলাকা জুড়ে দাবানলের আগুন ছড়িয়ে পড়েছে বলে জানা গিয়েছে। সেখানকার তাপমাত্রাও বেড়ে গিয়েছে মারাত্মকভাবে। সিস্কিউ কাউন্টি ফায়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, দ্রুত হারে আগুন ছড়িয়ে পড়ছে। প্রকাশিত একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, আশেপাশের বহু বাড়ি দাবানলের আগুনে জ্বলছে। বেশ কয়েকটি শহর বাধ্যতামূলকভাবে এলাকা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় হাইস্কুল থেকে শিশুদের বাসে করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় বন্য প্রাণীদের জন্য আলাদা আশ্রয় তৈরি করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এলাকা খালি করার নির্দেশে বলা হয়েছে-- এই আগুনে প্রাণহানির ঝুঁকি রয়েছে, আইনিভাবে তাই এলাকা খালি করার নির্দেশ দেওয়া হচ্ছে। এলাকা বন্ধ করে দেওয়া হয়েছে। যাতায়াত করা চলবে না।

আরও পড়ুন: Bangladesh PM Sheikh Hasina: ভারত সফরের মুখে জলবণ্টন সমস্যা নিয়ে কী বললেন শেখ হাসিনা...

দাবানলের কারণে ক্যালিফোর্নিয়া, নেভাদা এবং অ্যারিজোনার কিছু অংশেও তাপমাত্রা মাত্রাতিরিক্তভাবে বেড়ে গিয়েছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, চলতি মাসে তাপমাত্রা মারাত্মক বৃদ্ধি পাবে এবং দাবানলের পরিস্থিতিও বাড়বে। তবে সপ্তাহান্তে বেশ কিছু দাবানলের প্রকোপ বেশ কিছুটা কমবে। ফলে সেই অংশগুলিতে আবার ফিরে যেতে পারা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। মূলত অরণ্যময় এবং কম জনবসতিপূর্ণ উত্তর ক্যালিফোর্নিয়ার সিস্কিউতে সাম্প্রতিক কয়েকবছরে দাবানলের মারাত্মক প্রভাব পড়ছে। ২০১৪ সালে একটি শহরে ১৫০টি বাড়ি পুড়ে ছারখার হয়ে গিয়েছিল। বিজ্ঞানীরা জানিয়েছিলেন, বিশ্ব উষ্ণায়ণের কারণে এই অঞ্চলের আবহাওয়ায় বড় ধরনের এই পরিবর্তন দেখা গিয়েছে।

.