লাইভ শোয়ে PM Modi-র মাকে আপত্তিকর মন্তব্য, সমালোচনা Social Media-য়
ওই শো-র একটি ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিতর্ক শুরু হয়ে যায়। অনেকেই প্রশ্ন তুলেছেন ওই ফোনটি কেন কেটে দেওয়া হল না
নিজস্ব প্রতিবেদন: লাইভে শো-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা সম্পর্কে আপত্তিকর মন্তব্য। বিতর্কে BBC-র অনুষ্ঠান 'Big Debate'। এনিয়ে সোশ্যাল মিডিয়ায় বিবিসির বিরুদ্ধে সরব হয়েছেন নেটিজেনরা।
আরও পড়ুন-'আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়নি,' ডিভিশন বেঞ্চে মামলা দায়ের Anisur-এর
ব্রিটেনে বসবাসকারী শিখ ও ভারতীয়দের বিরুদ্ধে বর্ণবিদ্বেষের অভিযোগ নিয়ে হওয়া তিন ঘণ্টার ওই অনুষ্ঠানে সঞ্চালক প্রিয়া রাই একাধিক শ্রোতার সঙ্গে এনিয়ে ফোনে কথা বলেন। সেসময়েই আলোচনার মোড় ঘুরে যায় দিল্লিতে গত ৩ মাস ধরে চলা কৃষি আইন(Farmers Protest) বিরোধী আন্দোলনের দিকে।
Absolutely abhorrent language
— ajay jobanputra (@jobanputra_ajay) March 2, 2021
আলোচনার মধ্যে সাইমন নামে এক ব্যক্তি ফোন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা(Heeraben Modi) সম্পর্কে আপত্তিকর মন্তব্য করতে থাকেন। অভিযোগ সঞ্চালক ওই ব্যক্তির কথার প্রতিবাদ করেননি বা তাঁকে থামাননি।
Shame!!
Honourable PM Modi and his mother abused live on air by a caller on a BBC radio show on Sikhs in the UK.#BanBBC#BoycottBBC— Apurva Singh (@iSinghApurva) March 3, 2021
আরও পড়ুন-Babul-Jitendra জুটির 'হাত ধরে' পদ্মে আসানসোলের ৩ কাউন্সিলর
Would the BBC like to apologise for not vetting people before they are allowed on their programmes? Such language is not becoming for what used to be a respectable institution.
— Kiran BILAKHIA (@BilakhiaKiran) March 2, 2021
ওই শো-এর একটি ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিতর্ক শুরু হয়ে যায়। অনেকেই প্রশ্ন তুলেছেন ওই ফোনটি কেন কেটে দেওয়া হল না। পরে অবশ্য ওই অনুষ্ঠানের ওই বিতর্কিত অংশ কেটে দেওয়া হয়।