দুই বছরের মধ্যেই সম্পূর্ণ নিশ্চিহ্ন হবে করোনা, আশ্বাস WHO-এর
এদিন জেনেভায় WHO সদর দফতরে সাংবাদিক সম্মেলনে তেদ্রজ বলেন, "আমরা এই অতিমারী দুই বছরেরও আগে শেষ হবে বলে আশাবাদী। ১৯১৮ সালের স্প্যানিশ ফ্লু-এর বিশ্বমারীর থেকেও দ্রুত নিয়ন্ত্রণে আনা যাবে এই বিশ্বমারীকে।"
নিজস্ব প্রতিবেদন : দুই বছরেরও কম সময়েই করোনভাইরাস থেকে মুক্তি পাবে বিশ্ব। শুক্রবার সাংবাদিক সম্মেলনে এমনই আশার কথা জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। ১৯১৮ সালের স্প্যানিশ ফ্লু-এর বিশ্বমারীর থেকেও দ্রুত নিয়ন্ত্রণে আনা যাবে করোনাকে- এমনটাই বললেন WHO প্রধান তেদ্রজ আধানম গেব্রেইসাস।
এদিন জেনেভায় WHO সদর দফতরে সাংবাদিক সম্মেলনে তেদ্রজ বলেন, "আমরা এই অতিমারী দুই বছরেরও আগে শেষ হবে বলে আশাবাদী। ১৯১৮ সালের স্প্যানিশ ফ্লু-এর বিশ্বমারীর থেকেও দ্রুত নিয়ন্ত্রণে আনা যাবে এই বিশ্বমারীকে।"
কিন্তু হঠাত্ ১০০ বছর আগের বিশ্বমারীর সঙ্গে তুলনা কেন? শুক্রবার তাঁর এই বক্তব্যের পেছনে যুক্তিও দেন তেদ্রজ। তিনি বলেন, আগের তুলনায়, বিশ্ব আজ বিশ্বায়ন ও যোগাযোগ এগিয়ে, আর তাতেই সমস্যা আরও বেড়েছে। এই যোগাযোগ ব্যবস্থা ফলেই বিদ্যুতগতিতে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। ১৯১৮ সালে যোগাযোগ ব্যবস্থা এতটা উন্নত না হওয়ায় এমনটা হয়নি।
কিন্তু ১০০ বছরের তুলনায় এগিয়েছে প্রযুক্তি ও চিকিত্সাশাস্ত্রও। সে কথা মনে করিয়ে তিনি বলেন, "তবে, বিশ্বে এখন আরও উন্নত প্রযুক্তির সুবিধা রয়েছে। প্রযুক্তি ও বিজ্ঞানের সর্বাধিক ব্যবহার করে আমাদের ভ্যাকসিন তৈরি করার সুযোগও তাই বেশি। আমি মনে করি আমরা ১৯১৮-র ফ্লুর চেয়ে কম সময়ে এটি (করোনা) শেষ করতে পারি।"
আধুনিক ইতিহাসের সবচেয়ে মারাত্মক মহামারী, ১৯১৮-র স্প্যানিশ ফ্লু-তে প্রায় ৫ কোটি মানুষ প্রাণ হারান। সারা বিশ্বে প্রায় ৫০ কোটি মানুষ সংক্রামিত হন (সেই সময়ে বিশ্বের এক তৃতীয়াংশ)। ১৯১৮-র ফেব্রুয়ারি থেকে ১৯২০-র এপ্রিল পর্যন্ত চলে এই বিশ্বমারী।
আরও পড়ুন : চিনে উলট পুরাণ! মাস্ক ছাড়াই বাইরে বেরনো যাবে বেজিংয়ে