ব্রাজিলে কার্নিভালের মাঝে বিষাদের সুর, বিদুৎপৃষ্ট হয়ে মৃত ১৬

ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেরিও শহরে হাইটিয়ান শহরে কার্নিভাল চলাকালীন বিদুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল ১৬ জনের।  

Updated By: Feb 18, 2015, 01:52 PM IST
 ব্রাজিলে কার্নিভালের মাঝে বিষাদের সুর, বিদুৎপৃষ্ট হয়ে মৃত ১৬

ওয়েব ডেস্ক: ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেরিও শহরে হাইটিয়ান শহরে কার্নিভাল চলাকালীন বিদুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল ১৬ জনের।  

মঙ্গলবার কার্নিভাল চলাকালীন ১০০ এর ও বেশি মানুষ সেখানে উৎসবে মেতেছিলেন।  "Port-au-Prince' স্ট্রীটে বার্ষিক উৎসবের মাঝেই হঠাৎ এই দুর্ঘটনাটি ঘটে।

প্রধানমন্ত্রী ইভানাস পাল দূর্ঘটনাটির জন্য দুঃখপ্রকাশ করেছেন। তিনি এই ঘটনায় ১৬ জনের মৃত্যু ও ৭৮ জনের আহত হওয়ার কথা সংবাদমাধ্যমকে জানিয়েছেন। মর্মান্তিক এই দূর্ঘটনায় প্রধানমন্ত্রী  ইভানাস পাল তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের কথা ঘোষণা করেছেন।

রাষ্ট্রপতি মিশেল মার্তেলি সেদিনই ঘটনাস্থল পরিদর্শনে যান। হাইতিয়ানের আধিকারিকরা সেদিনই কার্নিভাল স্থগিত রাখার সিদ্ধান্ত নেন। শনিবার মৃতদের রাষ্ট্রীয় সম্মানের সাথে সৎকার সম্পন্ন করার কথা ঘোষণা করেন তারা। কার্নিভাল চলাকালীন মঞ্চে উপস্থিত গায়ক, ফানটম প্রথম বিদ্যুৎপৃষ্ট হন। এরপরই সেই স্থান থেকে পালাতে ছোটাছুটি শুরু করেন উৎসবে মাতোয়ারা দর্শকরা। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের মন্ত্রী রথচাইল্ড ফানিসস দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সমস্ত রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন।  

.