গোল্ডেন গ্লোবের পর গ্র্যামি, না থেকেও প্রবলভাবে সমালোচিত ডোনাল্ড ট্রাম্প
গোল্ডেন গ্লোবের পর গ্র্যামি। না থেকেও প্রবলভাবে উপস্থিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁকে নিয়ে সমালোচনা থামার কোনও লক্ষ্মণই নেই। রাস্তায় মিছিল করে নেমে হোক অথবা কোনও বড় আসরের মঞ্চ। ট্রাম্পের বিরুদ্ধে সমালোচনা চলছেই। এবার যেমন গ্র্যামি পুরস্কারের মঞ্চেও একের পর এক সেলিব্রিটি নিন্দার ঝড় বইয়ে দিলেন ট্রাম্পের বিরুদ্ধে।
ওয়েব ডেস্ক: গোল্ডেন গ্লোবের পর গ্র্যামি। না থেকেও প্রবলভাবে উপস্থিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁকে নিয়ে সমালোচনা থামার কোনও লক্ষ্মণই নেই। রাস্তায় মিছিল করে নেমে হোক অথবা কোনও বড় আসরের মঞ্চ। ট্রাম্পের বিরুদ্ধে সমালোচনা চলছেই। এবার যেমন গ্র্যামি পুরস্কারের মঞ্চেও একের পর এক সেলিব্রিটি নিন্দার ঝড় বইয়ে দিলেন ট্রাম্পের বিরুদ্ধে।
আরও পড়ুন পাক সেনেটের ডেপুটি চেয়ারম্যানের ভিসা বাতিল আমেরিকায়
প্রেসিডেন্টে ব্যাঙ্গ করে অনুষ্ঠানের সূচনা করেন ঘোষক জেমস কর্ডেন। বহুত্ববাদের পক্ষে জোরালো সওয়াল করেন তিনি। তারপর জেনিফার লোপেজ, প্যারিস জ্যাকসন নিন্দায় সরব হন সকলেই। অনুষ্ঠানের শুরুতে রেড কার্পেট অ্যারেনাতেই ইমপিচ লেখা জ্যাকেট পরে হাজির হন হাইলি সাসপেক্ট মিউজিক গ্রুপের জনি স্টিভেন্স।
আরও পড়ুন আমেরিকাকে জানান দিতেই পরমাণু অস্ত্রের পরীক্ষা উত্তর কোরিয়ার?