বিবাদমান দুই প্রতিবেশী দেশে শান্তির বার্তা ছড়িয়ে নোবেল শান্তি পুরস্কার পেলেন মালালা, কৈলাস সত্যার্থী

নোবেল শান্তি পুরস্কার পেলেন ভারতের কৈলাস সত্যার্থী ও পাকিস্তানের কিশোরী মালালা ইউসুফজাই।

Updated By: Dec 10, 2014, 07:16 PM IST
বিবাদমান দুই প্রতিবেশী দেশে শান্তির বার্তা ছড়িয়ে নোবেল শান্তি পুরস্কার পেলেন মালালা, কৈলাস সত্যার্থী

ওয়েব ডেস্ক: অসলোয় বিরল মুহুর্ত। নোবেল শান্তি পুরস্কারে ভারত-পাক যূগলবন্দি। যৌথ ভাবে সম্মানিত কৈলাশ সত্যার্থী এবং মালালা ইউসুফজাই।

চরম দারিদ্র আর অবহেলায় এদেশে অকালে ঝরে যায় শৈশব। যখন স্বপ্ন দেখার সময়, তখন হাড়ভাঙা পরিশ্রম করে খাবারের সংস্থান করেত হয় শিশুদের। শিশুশ্রমের বিরুদ্ধেজেহাদ ঘোষণা করেছিলেন কৈলাস সত্যার্থী। তাঁর এই নিঃশব্দ যুদ্ধকে কুর্নিশ জানাল নোবেল কমিটি।

জেহাদি সন্ত্রাসে রক্তাক্ত পাকিস্তান। তবু জঙ্গিদের চোখরাঙানি উপেক্ষা করে সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এক কিশোরী।  বিনিময়ে জুটেছিল বুলেট। তারপরেও জঙ্গি সন্ত্রাসের বিরুদ্ধে নীরব, একরোখা প্রতিবাদের বার্তা দিয়েছিলেন মালালা ইউসুফজাই।  সেই দুঃসাহসীকে সম্মানিত করল নোবেল শান্তি কমিটি। 

 

দুই সদা বিবাদমান প্রতিবেশী দেশের একই দিনে একই বছর নোবেল শান্তি পুরস্কার জয় বিশ্বে এক অনন্য নজির তৈরি করল।

নরওয়ের রাজধানী অসলো শহরে নোবেল মেডেল, নোবেল ডিপ্লোমা ও আর্থিক পুরস্কারের স্মারকলিপি তুলে দেওয়া হল কৈলাস সত্যার্থী ও মালালার হাতে। নোবেল শান্তি পুরস্কার স্বরূপ ১.১ মার্কিন ডলার তুলে দেওয়া হল সত্যার্থী ও মালালার হাতে। বাকি বিজয়ীদের পুরস্কৃত করা হবে স্টকহোম শহরে। মঙ্গলবারই স্ত্রী সুমেধা, ছেলে, পুত্রবধূ ও মেয়েকে নিয়ে অসলো পৌঁছে গিয়েছেন সত্যার্থী।

এ বছরের নোবেল বিজয়ীরা হলেন-

সাহিত্যে নোবেল পাচ্ছেন ফ্রান্সের প্যাট্রিক মোদিয়ানো
মেডিসিনে নোবেল পাচ্ছেন মার্কিন-ব্রিটিশ বিজ্ঞানী জন ও'কিফ, নরওয়ের চিকিত্‍সক দম্পতি ওডভার্ড ও মে-ব্রিট মোসার
ফিজিক্সে নোবেল পাচ্ছেন জাপানের বিজ্ঞানী ইসামু আকাসাকি আমানো ও জাপানি বংশোদ্ভূত মার্কিন যুক্তরাষ্ট্রের সুজি নাকামুরা
রসায়নে নোবেল পাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের এরিক বেটজিগ, উইলিয়াম মোর্নার ও জার্মানির স্টেফান হেল
অর্থনীতিতে নোবেল পাচ্ছেন ফ্রান্সের জেন টিরোল

১৯০১ সাল থেকে প্রতি বছর ১০ ডিসেম্বর অ্যালফ্রেড নোবেলের মৃত্যুদিনে পুরস্কৃত করা হয়ে আসছে নোবেল বিজয়ীদের। ১৯২৬ সাল থেকে স্কটহোমের কনসার্ট হলে পুরস্কৃত করা হয়ে আসছে নোবেল বিজয়ীদের। নোবেলের মঞ্চে নিজেদের অবিষ্কার সম্পর্কে ভাষন দেবেন বিজয়ীরা। এরপরই সুইডেনের রাজা শোড়ষ কার্ল বিজয়ীদের হাতে ডিপ্লোমা ও মেডেল তুলে দেবেন। অনুষ্ঠান শেষ হবে স্টকহোম সিটি হলে ১,৩০০ মানুষের সমাবেশে ব্যাঙ্কোয়েট নৈশভোজে।  

নরওয়েতে রাজা পঞ্চম হেরাল্ড ও রানি সোনজার উপস্থিতিতে বিজয়ীদের সম্মানিত করলেন নরওয়ে নোবেল কমিটির চেয়ারম্যান।

.