৩০ বছরে ৪০ কোটি শিশুর জন্ম 'রোধ' করে লিঙ্গ বৈষম্যের শিকার চিন

তিন দশক ধরে চিনের মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছে 'এক সন্তান নীতি'। এই নীতি অনুযায়ী চিনের কোনও বিবাহিত যুগল একটি মাত্র সন্তান জন্ম দেওয়ার অধিকারী ছিল। একের অধিক প্রজনন চিনে অবৈধ। ৩০ বছর ধরে এটাই ছিল নীতি। চিনে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য এই নীতি চালু করেছিল কমিউনিস্ট সরকার। এবার সেই নিয়ম ভেঙে দিল চিনা সরকার।

Updated By: Jan 5, 2016, 04:04 PM IST
৩০ বছরে ৪০ কোটি শিশুর জন্ম 'রোধ' করে লিঙ্গ বৈষম্যের শিকার চিন

ওয়েব ডেস্ক: তিন দশক ধরে চিনের মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছে 'এক সন্তান নীতি'। এই নীতি অনুযায়ী চিনের কোনও বিবাহিত যুগল একটি মাত্র সন্তান জন্ম দেওয়ার অধিকারী ছিল। একের অধিক প্রজনন চিনে অবৈধ। ৩০ বছর ধরে এটাই ছিল নীতি। চিনে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য এই নীতি চালু করেছিল কমিউনিস্ট সরকার। এবার সেই নিয়ম ভেঙে দিল চিনা সরকার।

১৯৭০ সালে প্রথম বলবৎ করা হয়েছিল এই আইন। চিনের অর্থনীতিবিদদের মতে, এই জন্ম নিয়ন্ত্রণ চিনের অর্থনীতির ওপর প্রভাব ফেলেছে। ৩০ বছরে প্রায় ৪০ কোটি শিশুর জন্ম চিনে হতে পারত, কিন্তু সেটা হয়নি। তবে বর্তমান পরিস্থিতি আরও ভয়ানক। পৃথিবীর বৃহৎ জনসংখ্যার দেশ (১৩৭কোটি) চিনে দেখা দিয়েছে লিঙ্গ ভারসাম্যহীনতা। নারী পুরুষের অনুপাত এমন এক চরিত্রে দাঁড়িয়েছে, যার কারণে চিনের কর্ম সংস্কৃতিতেও প্রভাব পড়ছে। এই সমস্যার সমাধান ঘটাতেই পুরনো নীতি ভেঙে স্বাভাবিক প্রজননের দিকে একধাপ এগিয়ে গেল চিন।   

.