ভারতের সঙ্গে সীমান্ত সমস্যা মেটাতে নতুন ভাবে উদ্যোগী চিন
সীমান্ত সমস্যা মেটাতে ভারতের সঙ্গে নতুন ভাবে শান্তি প্রক্রিয়া চালু করতে রাজী চিন। দুই দেশের প্রতিনিধিদের মধ্যে চলা আলোচনায় এই কথাই জানিয়েছেন চিনের প্রতিনিধিরা।
সীমান্ত সমস্যা মেটাতে ভারতের সঙ্গে নতুন ভাবে শান্তি প্রক্রিয়া চালু করতে রাজী চিন। দুই দেশের প্রতিনিধিদের মধ্যে চলা আলোচনায় এই কথাই জানিয়েছেন চিনের প্রতিনিধিরা।
এই প্রসঙ্গে চিনের প্রতিনিধি ইয়াং জিয়েচি জানিয়েছেন ``ভারত-চিনের মধ্যে কূটনৈতিক সম্পর্কের উন্নতি ঘটাতে নতুনভাবে সীমান্ত সমস্যা মেটানোর পক্ষপাতী আমি।``
এই বিষয়ে চিনের সঙ্গে আলোচনায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছেন শিবশঙ্কর মেনন।
চলতি বছরের মার্চে চিনের গদিতে নতুন রাষ্ট্রপ্রধান আসার পর এটিই দু`দেশের মধ্যে সীমান্ত সমস্যা নিয়ে প্রথম সরকারী বৈঠক।