পাক প্রধানমন্ত্রীকে গ্রেফতারের নির্দেশ, পালা বদলের ডাক কাদরির

ফাঁড়া কাটতে চাইছে না পাকিস্তানের। দুর্নীতির দায়ে অভিযুক্ত প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফকে গ্রেফতারের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শক্তি প্রকল্পে দুর্নীতির জেরে অভিযুক্ত প্রধানমন্ত্রীকে গ্রেফতারের নির্দেশ দিয়ে কড়া পদক্ষেপ নিল সুপ্রিম কোর্ট।

Updated By: Jan 15, 2013, 04:04 PM IST

ফাঁড়া কাটতে চাইছে না পাকিস্তানের। দুর্নীতির দায়ে অভিযুক্ত প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফকে গ্রেফতারের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শক্তি প্রকল্পে দুর্নীতির জেরে অভিযুক্ত প্রধানমন্ত্রীকে গ্রেফতারের নির্দেশ দিয়ে কড়া পদক্ষেপ নিল সুপ্রিম কোর্ট।
আশরাফকে কাল আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনায় আরও ১৫ জনকেও গ্রেফতারের নির্দেশ দিয়েছে পাক শীর্ষ আদালত। পাকিস্তান সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চ এ দিন এই সিদ্ধান্ত নেয়।
সুপ্রিম কোর্টের রায় প্রকাশ হওয়ার পরই রণক্ষেত্র হয়ে ওঠে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। ধর্মীয় নেতা মহম্মদ তাহির উল কাদরির নেতৃত্বে লঙ মার্চকে কেন্দ্র করে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠেছে। প্রায় ১০ লক্ষ মানুষের ওই মিছিল ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিস। শূন্যে গুলিও ছোঁড়া হয়। পাকিস্তানের পার্লামেন্ট এবং প্রাদেশিক আইনসভা ভেঙে দেওয়ার ডাক দিয়েছিলেন কাদরি। আজ বেলা ১১টা পর্যন্ত সরকারকে চরম সীমা বেঁধে দিয়েছিলেন কাদরি। এই ইস্যুতেই আজ ইসলামাবাদে একটি সমাবেশের ডাক দিয়েছিলেন তিনি।
পুলিসের অভিযোগ, সমাবেশে আচমকাই গণ অভ্যুত্থানের ডাক দেন কাদরি। এরপরই ব্যারিকেড ভেঙে কাদরির নেতৃত্বে মিছিল এগিয়ে যায় পাক সংসদ ভবনের দিকে। নিরাপত্তাবাহিনী আন্দোলনকারীদের আটকাতে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও আন্দোলনকারীদের দাবি, নিরাপত্তাবাহিনী সরাসরি কাদরির ওপর হামলা  চালানোয় উত্তেজনা ছড়িয়ে পরে।

.