Crab with Human Teeth: মুখে মানুষের মতো দাঁত, কাঁকড়া নাকি পোকেমন!
এক মৎস্যজীবী সেই দাঁতযুক্ত কাঁকড়ার ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় দিতেই, মুহূর্তে ভাইরাল। অনেকে বলছেন কাঁকড়া না, পোকেমন!
Updated By: Jul 15, 2022, 05:32 PM IST
![Crab with Human Teeth: মুখে মানুষের মতো দাঁত, কাঁকড়া নাকি পোকেমন! Crab with Human Teeth: মুখে মানুষের মতো দাঁত, কাঁকড়া নাকি পোকেমন!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/07/15/382464-crab.jpg)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কাঁকড়ার নাকি মানুষের মতো দাঁত! শুনতে অবাক লাগলেও এটাই সত্য়ি। রাশিয়ার উপকূলে মিলেছে এই অদ্ভুদ দেখতে জীব।
এক মৎস্যজীবী সেই দাঁতযুক্ত কাঁকড়ার ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় দিতেই, মুহূর্তে ভাইরাল। অনেকে বলছেন কাঁকড়া না, পোকেমন!
এর আগেও এমন অদ্ভুৎ দর্শন সামুদ্রিক জীবের খোঁজ পেয়েছিলেন। গত সপ্তাহে নীচ রঙের গলদা চিঁংড়ির খোঁজ পেয়েছিলেন মার্কিন মৎস্যজীবীরা। ২ মিলিয়নের মধ্যে একটি হয়ত এমন চিঁংড়ি পাওয়া যায়।