জল ফুঁড়ে উঠে আসা ক্ষুধার্ত 'কু'মিরের করাত দাঁতের ফাঁকে বাচ্চা হাতির শুঁড়

জলে কুমির, ডাঙায় হাতি। শুরু হয়ে গেল মরণপণ লড়াই। হাতি VS কুমির। তোলপাড় জল। ক্ষুধার্ত কুমিরের ভয়ঙ্কর দাঁতের মাঝখানে বাচ্চা হাতির শুঁড়। নাছোড় লড়াই। সেই ছবিই এখন ভাইরাল। কয়েকটি হাতি দলবেঁধে একটি জলাশয় পেরোচ্ছিল। হঠাত্‍ জল ফুঁড়ে উঠে এল ধারালো দাঁতের সারি। কামড়ে ধরল বাচ্চা হাতির শুঁড়। ছাড়ানোর চেষ্টায় কোনও কসুর করছে না হাতির বাচ্চাটি। কিন্তু কুমিরের দাঁতের জোর যে মারাত্মক। ঠিক তখনই ধেয়ে এল একটি বড় হাতি। কুমিরের ধারালো দাঁতের খপ্পর থেকে উদ্ধার করল বাচ্চা হাতিটিকে। মালাওয়ির লিয়ন্ড ন্যাশনাল পার্কে এই ছবিটি তুলেছেন বিজ্ঞানী আলেকজান্ডার মাকাঙ্গা। দেখুন সেই ভিডিওটি-

Updated By: Apr 19, 2017, 10:12 AM IST
জল ফুঁড়ে উঠে আসা ক্ষুধার্ত 'কু'মিরের করাত দাঁতের ফাঁকে বাচ্চা হাতির শুঁড়

ওয়েব ডেস্ক: জলে কুমির, ডাঙায় হাতি। শুরু হয়ে গেল মরণপণ লড়াই। হাতি VS কুমির। তোলপাড় জল। ক্ষুধার্ত কুমিরের ভয়ঙ্কর দাঁতের মাঝখানে বাচ্চা হাতির শুঁড়। নাছোড় লড়াই। সেই ছবিই এখন ভাইরাল। কয়েকটি হাতি দলবেঁধে একটি জলাশয় পেরোচ্ছিল। হঠাত্‍ জল ফুঁড়ে উঠে এল ধারালো দাঁতের সারি। কামড়ে ধরল বাচ্চা হাতির শুঁড়। ছাড়ানোর চেষ্টায় কোনও কসুর করছে না হাতির বাচ্চাটি। কিন্তু কুমিরের দাঁতের জোর যে মারাত্মক। ঠিক তখনই ধেয়ে এল একটি বড় হাতি। কুমিরের ধারালো দাঁতের খপ্পর থেকে উদ্ধার করল বাচ্চা হাতিটিকে। মালাওয়ির লিয়ন্ড ন্যাশনাল পার্কে এই ছবিটি তুলেছেন বিজ্ঞানী আলেকজান্ডার মাকাঙ্গা। দেখুন সেই ভিডিওটি-

 

আরও পড়ুন- ভিসা ইস্যুতে নয়া এক্সিকিউটিভ অর্ডারে সই প্রেসিডেন্ট ট্রাম্পের

.