এই পথে ট্রেনও স্নান করে যায়!
ঢেউ ভেজা সমুদ্রযাত্রা। সমুদ্রের পাড় ঘেঁসে ট্রেন যায় নিজের গতিতে। আর সেই ট্রেনকে স্নান করিয়ে দিচ্ছে উত্তাল সমুদ্র। এই ট্রেন যাত্রা যতটা মুগ্ধকর, ঠিক ততটাই ভয় লাগে। এখন এরকম বেশ কিছু যাত্রপথ।
ব্যুরো: ঢেউ ভেজা সমুদ্রযাত্রা। সমুদ্রের পাড় ঘেঁসে ট্রেন যায় নিজের গতিতে। আর সেই ট্রেনকে স্নান করিয়ে দিচ্ছে উত্তাল সমুদ্র। এই ট্রেন যাত্রা যতটা মুগ্ধকর, ঠিক ততটাই ভয় লাগে। এখন এরকম বেশ কিছু যাত্রপথ।
এখন যদি কেউ বলে, এই পথ যদি শেষ না হয়। কেমন হতো! এবার এমন একটা পথে যাওয়া যাক। এ পথ যেন ট্রেন যাত্রা নয় স্নান যাত্রা। ইংল্যান্ডের DAWLISH রেল রুট। দেভনের DAWLISH স্টেশন সমুদ্রের উপরেই স্টেশন। সাগরের ঢেউ সর্বদাই যেন ট্রেন ছুঁয়ে যায়। ভয় লাগে। ভালোও কমলাগেনা।
ট্রেনেই শুধু এরকম ভয়াবহ পথ আছে এমনটা নয়। মোটর গাড়ির পথ গুলোও কম ভয়াবহ নয়। তবে এই পথে গাড়ি চড়ায় শুধুই যে ভয় এমনটা নয়। ভয়ের অনুভূতিটার মধ্যে অন্য এক আনন্দও লুকিয়ে রয়েছে।