Russia Ukraine War: ভারতীয় সেনায় মেলেনি সুযোগ, এবার ইউক্রেনের হয়ে রাশিয়ার বিরুদ্ধে লড়ছেন এই তামিল তরুণ
Tamil Nadu Student Joins Ukraine Forces: ইউক্রেনের খারকিভ অ্যাভিয়েশন ইনস্টিটিউটে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং পড়ছিলেন ওই ভারতীয় তরুণ। মূলত স্বেচ্ছাসেবকদের নিয়ে তৈরি Georgian National Legion paramilitary unit-এ যোগ দিয়েছেন তিনি।
নিজস্ব প্রতিবেদন: ভারতীয় সেনায় যোগ দিতে চেয়েছিলেন। দু'বার আবেদন করেও সুযোগ মেলেনি। ২১ বছরের সেই ভারতীয় তরুণই এবার ইউক্রেনিয় সেনায় যোগ দিয়েছেন। হাতে তুলে নিয়েছেন অস্ত্র। রুশ সেনার 'চোখে চোখ' রেখে লড়ছেন তিনি।
তামিলনাড়ুর কোয়েম্বাটুরের বাসিন্দা, ২১ বছরের তরুণ সাইনিকেশ রবিচন্দ্রণ (Sainikesh Ravichandran)। জানা গিয়েছে, ইউক্রেনের খারকিভ অ্যাভিয়েশন ইনস্টিটিউটে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং পড়ছিলেন তিনি। রুশ সেনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য (Russia-Ukraine War) ইউক্রেনের প্য়ারামিলিটারি ফোর্সে যোগ দিয়েছেন সাইনিকেশ। মূলত স্বেচ্ছাসেবকদের নিয়ে তৈরি Georgian National Legion paramilitary unit-এ যোগ দিয়েছেন তিনি। ইতিমধ্য়ে ভারত সরকারকে সাইনিকেশ রবিচন্দ্রণ (Sainikesh Ravichandran)-এর ইউক্রেনিয় সেনায় যোগ দেওয়ার বিষয়টা জানিয়েছে তামিলনাড়ু সরকার। ২০১৮-তে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং পড়তে খারকিভে যান সাইনিকেশ রবিচন্দ্রণ (Sainikesh Ravichandran)। ২০২২-এর জুলাই মাসে তাঁর কোর্স শেষ হয়ে যাওয়ার কথা।
পরিবার সূত্রে খবর, বরাবরই ভারতীয় সেনায় যোগ দিতে চাইতেন সাইনিকেশ রবিচন্দ্রণ (Sainikesh Ravichandran)। দ্বাদশ শ্রেণি পাস করার পর সেই চেষ্টাও করেন তিনি। এমনকী, মার্কিন সেনায় যোগ দিতে চেয়ে চেন্নাইতে অবস্থিত মার্কিন দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করেছিলেন। কিন্তু সেখান থেকেও তাঁকে খালি হাতেই ফিরতে হয়। এরপরই খারকিভে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং পড়তে যান সাইনিকেশ রবিচন্দ্রণ (Sainikesh Ravichandran)। ২০২১-এর জুলাই মাসে শেষবার ভারতে আসেন সাইনিকেশ। প্রায় দেড় মাস বাড়িতে ছিলেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের (Russia-Ukraine War) সময় পরিবারের সঙ্গেও যোগাযোগ বন্ধ করে দেন সাইনিকেশ। এরপর ইউক্রেনে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে পরিবার জানতে পারে ইউক্রেনিয় সেনায় যোগ দিয়েছেন তরুণ।
আরও পড়ুন: Russia-Ukraine War: অবশেষে কিছুটা স্বস্তি, সুমি থেকে নিরাপদ পোলতাভায় রওনা ভারতীয় ৬৯৪ পড়ুয়ার
আরও পড়ুন: Russia-Ukraine War: ৭২৩ মিলিয়ান ডলার, Ukraine-র জন্য ঋণ অনুমোদন World bank-র