Dominic Raab | Rishi Sunak: সুনকের 'সৎ' সরকারে ফের ধাক্কা, বুলিং-এ অভিযুক্ত উপ-প্রধানমন্ত্রীর পদত্যাগ

সুনক অক্টোবরে ডাউনিং স্ট্রিটে প্রবেশ করেছিলেন সততার সরকারের প্রতিশ্রুতি দিয়ে। সেখানে র‍্যাবের পদত্যাগের অর্থ হল এক তৃতীয় সিনিয়র মন্ত্রী নিজের ব্যক্তিগত আচরণের জন্য প্রস্থান করেছেন।  

Updated By: Apr 21, 2023, 03:14 PM IST
Dominic Raab | Rishi Sunak: সুনকের 'সৎ' সরকারে ফের ধাক্কা, বুলিং-এ অভিযুক্ত উপ-প্রধানমন্ত্রীর পদত্যাগ

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ব্রিটেনের উপ-প্রধানমন্ত্রী এবং বিচারমন্ত্রী ডমিনিক র‍্যাব শুক্রবার, গুন্ডামি করার অভিযোগের স্বাধীন তদন্তের পরে পদত্যাগ করেছেন।

ট্যুইটারে প্রকাশ হওয়া একটি চিথি যা তিনি প্রধানমন্ত্রী ঋষি সুনকের কাছে পাঠিয়েছেন সেই চিঠিতে, র‍্যাব বলেছেন যে এই তদন্ত একটি বিপজ্জনক নজির স্থাপন করেছে, তবে তিনি সরকারের সমর্থনে থাকবেন।

র‌্যাব বলেন, ‘আমি তদন্তের জন্য আহ্বান জানিয়েছিলাম এবং পদত্যাগ করার উদ্যোগ নিয়েছিলাম, যদি তদন্তে কোনও প্রকার গুন্ডামি প্রকাশ হয়। আমি বিশ্বাস করি আমার কথা রাখা গুরুত্বপূর্ণ।‘

 

আরও পড়ুন: El Nino: উফ্! ক্রমশ বাড়তেই থাকবে গরম! কেন বলছেন বিজ্ঞানীরা শুনলে চমকে উঠবেন...

পাশপাশি, তিনি যোগ করেছেন, ‘অত্যাচারের জন্য থ্রেশহোল্ড সেট করার ক্ষেত্রে, এই তদন্ত একটি বিপজ্জনক নজির স্থাপন করেছে। এটি মন্ত্রীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগগুলিকে উৎসাহিত করবে এবং আপনার সরকারের পক্ষ থেকে যারা পরিবর্তনের পক্ষে লড়াই চালাচ্ছে তাদের উপর একটি শীতল প্রভাব ফেলবে - এবং অবশেষে ব্রিটিশ মানুষের উপর প্রভাব ফেলবে।‘

আরও পড়ুন: Dead NASA Satellite: এবার স্যাটেলাইট ভেঙে পড়তে চলেছে মাথার উপর, মৃত্যুর আশঙ্কাও থাকছে...

সুনক অক্টোবরে ডাউনিং স্ট্রিটে প্রবেশ করেছিলেন সততার সরকারের প্রতিশ্রুতি দিয়ে। সেখানে র‍্যাবের পদত্যাগের অর্থ হল এক তৃতীয় সিনিয়র মন্ত্রী নিজের ব্যক্তিগত আচরণের জন্য প্রস্থান করেছেন।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

.