PIC | Viral News: ... বেচেই মহিলা কোটিপতি, ক্রিয়েটরের ৬ ফুট ১ ইঞ্চিতেই পুরুষদের থেরাপি

PIC | Viral News: প্রথমে থেরাপিস্টের কাজ করতেন তিনি। সেই কাজ ছেড়ে পূর্ণসময়ের জন্য কনটেন্ট ক্রিয়েটার হয়ে যান তিনি। রিচ নিজের উচ্চতাকে কাজে লাগিয়ে বহুরকমের কনটেন্ট বানান।

Updated By: Dec 25, 2024, 09:50 PM IST
PIC | Viral News: ... বেচেই মহিলা কোটিপতি, ক্রিয়েটরের ৬ ফুট ১ ইঞ্চিতেই পুরুষদের থেরাপি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উচ্চতা ৬ ফুট ১ ইঞ্চি। আর এত উচ্চতার কারণেই হিনমন্যতায় ভুগতেন। ছোট থেকেই স্কুল, কলেজ প্রায় বলা চলে সর্বত্র ঠাট্টার শিকার হতেন তিনি। কিন্তু সেই উচ্চতার জোরেই তিনি কামাচ্ছেন কোটি কোটি টাকা! কে ইনি? ইনি ৩৬ বছরের ডোন্না রিচ। এই দীর্ঘ উচ্চতাকে পুঁজি করেই কোটি কোটি টাকা রোজগার করছেন ডোন্না। 

আরও পড়ুন: Kazakhstan Plane Crash: বীভৎস বড়দিন! কাজাকাস্তানে ভেঙে পড়ল বিমান! রানওয়ে যেন মৃত্যু-উপত্যকা...

প্রথমে থেরাপিস্টের কাজ করতেন তিনি। সেই কাজ ছেড়ে পূর্ণসময়ের জন্য কনটেন্ট ক্রিয়েটার হয়ে যান তিনি। রিচ নিজের উচ্চতাকে কাজে লাগিয়ে বহুরকমের কনটেন্ট বানান। ডোন্নার দাবি বেশিরভাগ পুরুষ তাঁর প্রোফাইলের তাঁরা বেশিরভাগই শর্ট উচ্চতার। এবং সকলেরই প্রায় এত লম্বা মহিলা খুব পছন্দ হয়। এমন খাটো পুরুষদের অনন্য কল্পনা পূরণের জন্য তিনি কনটেন্ট বানান। অনেকেই তাঁকে কনটেন্ট বানানোর জন্য বাড়তি অর্থও দিয়ে থাকেন।

প্রায় তিন বছর ধরে কনটেন্ট বানাচ্ছেন তিনি। লাভের পরিমাণ ছাড়িয়েছে ভারতীয় টাকায় প্রায় ৬ কোটি। ফলে আর্থিক সংকটের মুখে পড়তে হবে না তাঁকে। এখানেই শেষ না। তাঁর আরও দাবি হিল পরলে তাঁর হাইট পৌঁছে যায় প্রায় ৬ ফুট ৮ ইঞ্চি। প্রথমদিকে অস্বস্তি বোধ করলেও পরে উচ্চতাকে কাজে লাগিয়ে রোজগারই ডোন্নার নেশা হয়ে দাঁড়িয়েছে।.

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.