Earthquake: প্রশান্ত মহাসাগরের দ্বীপে প্রবল ভূমিকম্প! ধেয়ে আসবে সুনামি?
ফিলিপিন্সে ভূমিকম্প আকছার হয়। প্রশান্ত মহাসাগরের রিং অব ফায়ার-এর উপরে থাকার কারণে এই দ্বীপরাষ্ট ভূমিকম্পপ্রবণ। মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভের মতে, পৃথিবীর সবচেয়ে ভূমিকম্পপ্রবণ এলাকা ফিলিপিন্স।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: ফের ভূমিকম্প ফিলিপিন্সে! রিখটাল স্কেলে তীব্রতা ছিল ৬। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূ-পৃষ্ট থেকে প্রায় ১৪০ কিমি গভীরে।
আরও পড়ুন: Saudi Arabia Robot: হাড়হিম কাণ্ড, সৌদি আরবের প্রথম পুরুষ-রোবট মহম্মদ ফাঁসল যৌন কেলেঙ্কারিতে!
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (NCS) তরফে জানানো হয়েছে, ঘড়িতে তখন পৌনে তিনটে। স্থানীয় সময়ে দুপুরে কম্পন অনুভূত হয় ফিলিপিন্সের মিন্দানাওয়ে অঞ্চলে।
Earthquake of Magnitude:6.0, Occurred on 08-03-2024, 14:41:47 IST, Lat: 5.81 & Long: 126.90, Depth: 140 Km ,Location: Mindanao,Philippines for more information Download the BhooKamp App https://t.co/F0r7KrpShC @ndmaindia @Indiametdept @Dr_Mishra1966 @KirenRijiju @Ravi_MoES
— National Center for Seismology (@NCS_Earthquake) March 8, 2024
ফিলিপিন্সে ভূমিকম্প আকছার হয়। প্রশান্ত মহাসাগরের রিং অব ফায়ার-এর উপরে থাকার কারণে এই দ্বীপরাষ্ট ভূমিকম্পপ্রবণ। মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভের মতে, পৃথিবীর সবচেয়ে ভূমিকম্পপ্রবণ এলাকা ফিলিপিন্স। গত বছর ডিসেম্বরের দু'দিনে ভূমিকম্প হয়েছিল ২ বার! ডিসেম্বরে ৪ তারিখ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৯। ভূমিকম্পে প্রাণ হারিয়েছিলেন ২ জন। আহত হন অনেকেই।
আরও পড়ুন: Rupret Murdoch: বয়স ৯২, তো! পঞ্চমবার বিয়ে করছেন মিডিয়া মুঘল রুপার্ট মার্ডক...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)