ফের ভূমিকম্প ফিলিপিন্সে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.১

ফের বড় ধরনের ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ ফিলিপিন্স। আজ সকালে হঠাত্ই কেঁপে ওঠে ফিলিপিন্সিসের মিন্দানাও এলাকা। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.১। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

Updated By: Sep 4, 2016, 10:29 AM IST
ফের ভূমিকম্প ফিলিপিন্সে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.১
ছবিটি প্রতীকী

ওয়েব ডেস্ক : ফের বড় ধরনের ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ ফিলিপিন্স। আজ সকালে হঠাত্ই কেঁপে ওঠে ফিলিপিন্সিসের মিন্দানাও এলাকা। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.১। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

জানা গেছে, আজ ভারতীয় সয়ম সকালে সাড়ে ৮টা নাগাদ হঠাত্ই ভূমিকম্পে কেঁপে ওঠে গোটা এলাকা। দক্ষিণ ফিলিপিন্সের মিন্দানাও শহর থেকে ১২ কিলোমিটার দূরে হিনাতাওনই ছিল এই ভূমিকম্পের উত্সস্থল।

কম্পনের পরই প্রথমে ওই এলাকায় সুনামির সতর্কতা জারি করা হলেও, পরে অবশ্য তা তুলে নেওয়া হয়। পরিস্থিতির দিকে নজর রেখেছে প্রশাসন। 

.